২৫.২.১৩

এস ই ও চেইন টেক ৩|আমার ব্লগের টপিক,টাইটেল,ডোমেইন নেম ঠিক করতে পারছিনা

তাহলে অবশেষে আপনি সিদ্ধান্ত নিলেন আপনি একটা ব্লগ খুলবেন কিন্তু ব্লগের  টপিক,টাইটেল,ডোমেইন নেম ঠিক করতে পারছেন না।আর এটাই আজকে আমাদের  এস ই ও চেইন টেকের বিষয়।আজকে আমরা জানব কিভাবে একটা ব্লগের টপিক,টাইটেল,ডোমেইন নেম নির্বাচন করা যায়।




তাহলে প্রথমেই আশা যাক কিভাবে আপনার ব্লগের টপিক ঠিক করবেন।আপনার মাথায় হয়ত অনেক ধরনের চিন্তা আস্তে পারে।তবে ফাইনাল  সিদ্ধান্ত নেবার আগে নিচের বিষয় গুলোকে গুরত্ব দিলে হয়ত সঠিক এবং আপনার জন্য উপযোগী টপিক নির্বাচন করতে পারবেন।

১।প্রথমত আপনি জানেন এমন কোন বিষয় নির্বাচন করুন।

এটা কম্পিউটার,ওয়েবডিজাইন,সফটওয়ার,স্বাস্থ্য,কৃষি,পড়াশোনা,খেলা যে কোন কিছু হতে পারে।

২।বিষয়টা যেন চাহিদা সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখবেন।

৩।এমন কোন বিষয় নির্বাচন করুন যার চাহিদা অনেক দিন পর্যন্ত থাকবে।

৪।বিষয়টার উপর আপনি কত দিন পর্যন্ত লিখতে পারবেন তা ভেবে নিন।

৫।আপনি আবার এমন কিছু নির্বাচন করতে পারেন যার চাহিদা এখন নেই কিন্তু ভবিষ্যতে হবে।যেমন ধরেন আপনি আগামী বিশ্বকাপ নিয়ে লিখতে পারেন।

টাইটেল,ডোমেইন নেম এই দুইটা বিষয়ের উপর আপনার ব্লগের ভবিষ্যত অনেকাংশে নির্ভর করে ।এটা একবার ভুল হয়ে গেলে ভবিষ্যতেএ খুব ঝামেলায় পরতে হবে।আর আপনি যদি ডোমেইন নেম কেনেন তাহলে তো কথায় নেই।সে জন্য ডোমেইন নেম কেনার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন।

টাইটেল ট্যাগ  এবং ডোমেইন নেম এই দুইটা বিষয় নিয়ে আমাদের আগের টেকে আলোচোনা হয়েছে।তারপরও টাইটেল ট্যাগটা এমন রাখার চেষ্টা করুন যা সার্চ ইঞ্জিনে সহজে আনা যায়।আর ডোমাইন নেমটা আপনার ব্রান্ড।এটা যথাসম্ভব ইউনিক রাখার চেষ্টা করুন।আর আপনার ডোমেইন নেমের কীওয়ার্ডটা যেন টাইটেল ট্যাগে থাকে।এমন কোন টাইটেল ট্যাগ দিন না যা সহজে মনে রাখা যায় না।টাইটেল ট্যাগটা যেন আপনার কনটেন্ট এর সাথে সামঞ্জস্য হয়।

আশা করি এতক্ষনে আপনি আপনার ব্লগের টপিক,টাইটেল,ডোমেইন নেম ঠিক করে ফেলেছেন।



পরবর্তি টিউটোরিয়াল


ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More