যারা অনেক দিন ধরে গুগলের ট্যাব এর জন্য বসে আছেন তাদের জন্য আজ আমদের এই ট্যাব রিভিউ Google Nexus 7।
Google Nexus 7 গুগলের প্রথম ট্যাব যা আসুসের সাথে যৌথ ভাবে বের করেছে।এটি এন্ড্রএড অপেরাটিং সিস্টেমে চলে ।ট্যাবটি সহজ ভাবে বহনযোগ্য মাত্র ৭ ইঞ্চি ডিসপ্লে এবং Nvidia Tegra 3 quad-core chip ব্যাবহার করা হয়েছে।১ জিবি র্যাম এবং ৮,১৬,৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।আরো আছে Wi-Fi এবং near field communication ।
অন্যান্য ট্যাব হতে এর প্রধান পার্থক্য হল এটার তুলনামুলক কম দাম,শক্তিশালী হার্ডয়ার।তারপরও প্রথম দিকে কিছু
সমস্যা ছিল যা পরে সমাধান করা হয়।যেমন এটার সেলুলার কানেক্টিভিটি এবং এক্সপেন্ডেবল মেমরি ছিল না। পরে ১৬ এবং ৩২ জিবি মেমরি ভার্সন বের করা হয়।
এক নজরে Google Nexus 7
অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 4.2.2Jelly Bean
সিস্টেম অন চিপ : NVIDIA Tegra 3
CPU-: 1.3 GHz Quad-core-Cortex A9 (T30L)
স্টোরেজ ক্ষমতা 8, 16, বা 32 গিগাবাইট ফ্ল্যাশ মেমরি
মেমরি :1 গিগাবাইট RAM DDR3L
ডিসপ্লে 7 ইঞ্চি (180 মিমি)
গ্রাফিক্স 416 MHz twelve-core Nvidia GeForce ULP
সাউন্ড :MP3, WAV, eAAC +, WMA
ইনপুট Accelerometer, gyroscope, proximity sensor, GPS, magnetometer, microphone
ক্যামেরা 1.2 এমপি ফ্রন্ট
CPU-: 1.3 GHz Quad-core-Cortex A9 (T30L)
স্টোরেজ ক্ষমতা 8, 16, বা 32 গিগাবাইট ফ্ল্যাশ মেমরি
মেমরি :1 গিগাবাইট RAM DDR3L
ডিসপ্লে 7 ইঞ্চি (180 মিমি)
গ্রাফিক্স 416 MHz twelve-core Nvidia GeForce ULP
সাউন্ড :MP3, WAV, eAAC +, WMA
ইনপুট Accelerometer, gyroscope, proximity sensor, GPS, magnetometer, microphone
ক্যামেরা 1.2 এমপি ফ্রন্ট
ওজন (340 গ্রাম)
দামঃনিশ্চিত ভাবে বলা যাচ্ছে না তবে
২৪০০০ টাকা (১৬ জিবি)
৩৩০০০ টাকা (৩২ জিবি)
২৪০০০ টাকা (১৬ জিবি)
৩৩০০০ টাকা (৩২ জিবি)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন