২৪.৩.১৩

30 th BCS Preli question and answer|বি সি এস প্রিলি বাংলা মডেল টেস্ট ৩

ধারাবাহিকভাবে আমরা প্রতিদিন একটি করে বিগত সালের বি সি এস প্রিলি এর প্রশ্ন ও সমাধান সরবরাহ করছি।আমাদের এই ধারাবাহিকতা ১৫ তম বিসিএস পর্যন্ত চলবে ইনশাল্লাহ।আজ আমরা দেখব ৩০ তম বিসিএস প্রিলি বাংলা অংশের প্রশ্ন ও সমাধান।


১।বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয়-১৯০৭ সালে

২।শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ছদ্মনাম-অনিলা দেবী

৩।"আধ্যাত্মিকা" উপন্যাসের লেখক-প্যারীচাদ মিত্র

৪।অনীক শব্দের অর্থ-সৈ্নিক

৫।জ্যোৎনা্রাত কোন সমাসের দৃষ্টান্ত-মধ্যপদলোপী কর্মধারায়

৬।Anatomy শব্দের অর্থ-শারীরবিদ্যা

৭।নিজেকে বাঙ্গালী বলে পরিচয় দিয়েছে-ভুসুক পা

৮।"আফতাব শব্দের সমার্থক শব্দ-অর্ক,সূর্য,দিবাকর,রবি,ভানু,তপন,সবিতা,ভাস্কর,মার্তন্ড,মিহির

৯।বাগাড়ম্বর এর সন্ধি বিচ্ছেদ-বাক্+আড়ম্বর

১০।"সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভাল হয়ে চলি" এর লেখক-মদনমোহন তর্কালঙ্কার

১১।"ঠাকুর মার ঝুলি" কি জাতীয় রচনার সংকলন-রূপকথা

১২।বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার-৩ প্রকার

১৩।কাঁঠাল পাড়া'য় জন্মগ্রহণ করেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১৪।অঘোষ অল্পপ্রাণ ধ্বনি-ক,চ,ট,ত,প

১৫।মীর মশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল-১৮৪৭-১৯১২

১৬।"অপ" কি ধরনের উপসর্গ-সংস্কৃত

১৭।রবীন্দ্রনাথের "সোনার তরী" কবিতা কোন ছন্দে রচিত-মাত্রাবৃত্ত

১৮।"সাহচর্য" শব্দের শুদ্ধ গঠন-সহচর+য

১৯।'পাহারতলী' গ্রামে জন্মগ্রহন করেন-শামসুর রহমান(পিতার বাড়ি) সঠিক উত্তর পূরান ঢাকার মাহুতটুলিতে

২০।"পূর্বাশা" পত্রিকার সম্পাদক ছিলেন-সঞ্জয় ভট্টাচার্য




ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More