২৭.৩.১৩

30 th BCS Preli question and answer|বি সি এস প্রিলি সাধারণ জ্ঞান মডেল টেস্ট ৩

৩০ তম বিসিএস প্রিলি সাধারন জ্ঞান মডেল অংশের প্রশ্ন ও সমাধান।

১।বখতিয়ার খিলজি বাংলা জয় করেন-১২০৪ সালে

২।প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম-বরিশাল

৩।বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন আছে-৪ টি

৪।নদী গবেষণা ইন্সটিটিউট অবস্থিত-ফরিদপুর

৫।সাগরকণ্যা কোন এলাকার ভৌগলিক নাম-পটুয়াখালী

৬।নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা হয়-১-১১-০৭

৭।৬ দফা দাবি উথাপিত হয়-লাহোরে

৮।দেশের প্রথম ঔষধ পার্ক অবস্থিত-গজারিয়া

৯।বাংলাদেশ টেস্ট ক্রিকেটে মর্যাদা পায়-২০০০ সালে

১০।জাতীয় ফল-কাঁঠাল

১১।ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়-থিম্পু

১২।বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈ্তিক জোট-WTO

১৩।আলফ্রেড নোবেল আবিষ্কার করেন-ডিনামাইট

১৪।G 8 এর সদস্য ভুক্ত দেশ -৮ টি,যুক্ত্ররাষ্ট্র,যুক্ত্ররাজ্য,ফ্রান্স,জার্মানি,ইতালি,জাপান,কানাডা ও রাশিয়া

১৫।হাজার হ্রদার দেশ-ফিনল্যান্ড

১৬।সেনাবাহিণী নেই-মালদ্বীপ

১৭।রেড ক্রস প্রতিষ্ঠিত হয়-১৮৬৩ সালে

১৮।বিশ্ব মানবাধিকার দিবস-১০ ডিসেম্বর

১৯।FIFA প্রতিষ্ঠিত হয়-১৯০৪ সালে

২০।কিরগিজস্তানের রাজধানী-বিশকেক



ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More