২৩.৩.১৩

বাংলালিঙ্ক এফ এন এফ এবং স্পেশাল বাংলালিঙ্ক নাম্বার সেট করবেন কিভাবে

বাংলালিঙ্ক দেশ প্রি পেই্ড প্যাকেজে আছে ১০টি এফ এন এফ।এর মধ্যে ৯ টি এফ এন এফ আপনি যে কোন অপারেটরে করতে পারেন এবং ১টি স্পেশাল বাংলালিঙ্ক নাম্বার সেট করতে পারেন যার কল রেট 4.5 paisa/10 সেকেন্ড।সমস্যা হল এটি বিভিন্ন সময় অনুযায়ী এফ এন এফ চার্জ পরিবর্তন হবে।এই পোস্টের শেষে আমরা কল রেটের চার্জ দিয়ে দিয়েছি।





এফ এন এফ সেট করার জন্য,আপনার এফ এন এফ নাম্বার লিখুন এবং পাঠিয়ে দিন 3300 নাম্বারে

অনেকগুলি এফ এন এফ একসাথে পাঠানোর জন্য প্রতি নাম্বারের পরে স্পেস দিন।

যেমনঃ0191xxxxxxx<space>0191xxxxxxx<space>0191xxxxxxx

আপনার এফ এন এফ নাম্বার দেখার জন্য টাইপ করুন  ff এবং সেন্ড করুন 3300 নাম্বারে

কোন এফ এন এফ নাম্বার রিপ্লেস করতে হলে 

c<space>old number<space>new number এবং সেন্ড করুন 3300 নাম্বারে


কোন এফ এন এফ নাম্বার ডিলিট করতে হলে 

 rem<space>number এবং সেন্ড করুন 3300 নাম্বারে

স্পেশাল এফ এন এফ নাম্বার সেট করার জন্য

ডায়াল করুন 

 *166*7*আপনার কাঙ্খিত স্পেশাল নাম্বার#

স্পেশাল  এফ এন এফ নাম্বার চেঞ্জ করবেন কিভাবে

ডায়াল করুন

*166*7*old number*new number# 





কোন সমস্যা হলে আমাদের ফোরামে পোস্ট করুন।

ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More