আজ আমদের এস ইও চেইন টেকের ১৬ তম পর্ব এবং অফপেজ অপটিমাইজেশনের ১ম পর্ব।তাহলে শুরু করা যাক।
অফপেজ অপটিমাইজেশন কি?
অফপেজ অপটিমাইজেশন যা আপনার সাইটের পেজের বাইরে করা হয়।যেমন ধরেন আপনার সাইটের কি পরিমান ব্যাক লিঙ্ক আছে বা কতটী সাইট আপনার সাইটে লিঙ্ক ব্যাক দিয়েছে।আপনার সাইটের কি পরিমান সোসাল লিঙ্ক পপুলারিটি আছে,আপনার পেজ র্যাঙ্ক কত ইত্যাদি।
এর সব গুলোই আপনার সাইটের (SERP-Search engine result page) এ অবস্থানের জন্য ভূমিকা পালন করে।
অফপেজ অপটিমাইজেশন ২ ভাবে করা যায়।পাইড এবং নন পেইড।
আপনার সাইটের অফপেজ অপটিমাইজেশন করার জন্য নিচের বিষয় গুলো গুরুত্ব দিতে পারেনঃ
১।কোয়ালিটি ব্যাক লিঙ্ক সংগ্রহ করা
২।সোসাল লিঙ্ক পপুলারিটি তৈ্রি করা
৩।সাইটের পেজ র্যাঙ্ক বারানো
৪।সাইটের ভিজিটর বারানো
৫।ডাইরেক্টোরী সাবমিশন করা ইত্যাদি
আমরা ব্যাক্তিগত ভাবে অফপেজ অপটিমাইজেশনের পক্ষে না।কারন,ইছা করলেই কিছু টাকা খরচ করে হাজার হাজার ব্যাক লিঙ্ক পাওয়া যায় এবং পেজ র্যাঙ্ক বেড়ে যায়।গুগলের শেষ সার্চ এলগরিদমে বা পান্ডা এবং পেঙ্গুইন আপডেটে কোয়ালিটি কনটেন্ট এবং কোয়ালিটি ব্যাক লিঙ্কের গুরুত্ব দেওয়া হয়েছে।আপনি দেখবেন অনেক হাই পেজ র্যাঙ্ক সাইট অনেক সময় সার্চ রেজাল্টে ভাল র্যাঙ্ক পায় না আবার একটা নতুন সাইট খুব সহজেই ভাল র্যাঙ্ক পায়।এটা খুব জরুরী না যে আপনার সব পোস্ট সার্চ রেজাল্টে প্রথম পেজে থাকতে হবে।আপনার সাইটে যদি ৩০ টা পোস্ট থাকে এবং তার মধ্যে যদি ৫ টিও যদি সার্চ রেজাল্টে ১ম পেজে জায়গা পায় তাহলেই অনেক।সুতরাং। ভাল এবং কোয়ালিটি পোস্ট দিন ভিজিটর আসবেই।
আজকে এ পর্যন্ত।
ধন্যবাদ।
পরবর্তি টিউটোরিয়াল
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন