২৬.৩.১৩

এবার এ্যন্ড্রয়েডের মত প্যাটার্ন লক করুন আপনার উইন্ডোজ ৮

প্যাটার্ন লক আমরা এ্যন্ড্রয়েডে দেখেছি,এই প্যাটার্ন লক যদি উইন্ডোজ ৮ এর জন্য হয় তাহলে কেমন হয়।আপনি আপনার উইন্ডোজ ৮ এ ব্যাবহার করতে পারেন Enusing Maze Lock ব্যাবহার করে।আসলে টাচ স্ক্রীনে এটা সবচেয়ে ভাল হয়।




প্রথমে এখান  থেকে সফটওয়ারটা ডাউনলোড করে নিন।

ইনস্টল করার পর এটা ডিফল্ট প্যাটার্ন লকে যাবে।

তারপর সরাসরি configuration window তে চলে যাবে

“Reset Pattern” থেকে আপনার প্যাটার্ন বানিয়ে ফেলুন।


আপনার প্যাটার্ন বানানোর পরে আপনি যদি OK নাও চাপেন তবু এটা কাজ শুরু করবে।এ অবস্থায় এটি আপনার সিস্টেম ট্রেতে থাকবে।এ অবস্থায় রাইট ক্লিক করে lock screen চাপলে লক হয়ে যাবে।

আনলক মোডঃ

৩ ভাবে আনলক করা যাবে।


১।Normal Unlock Mode আপনার বানানো প্যাটার্নের মাধ্যমে


২। Secure Unlock Mode  আপনি কারো সামনে আনলক করলেও বুঝতে পারবেনা।

৩। Dynamic Password Mode  আপনার হ্যাকারের ভয় না থাকলে দরকার নেই





ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More