২৩.৩.১৩

গ্রামীনফোনে FNF এফ এন এফ সেট করবেন কিভাবে

 আমরা প্রায় আমাদের মোবাইল ফোনের এফ এন এফ সেট করা নিয়ে ঝামেলায় পড়ি।যেমন ধরুন গ্রামীন ফোন।আজকে আমরা দেখব জিপি বা গ্রামীনফোনে কিভাবে এফ এন এফ করবেন।গ্রামীনফোনে এফ এন এফ এবং সুপার এফ এন এফ ২ ধরনের এফ এন এফ এর সুযোগ রয়েছে।






এফ এন এফ এ্যক্টিভেশনের জন্যঃ

newnumber <space>newnumber<space>newnumber
Example: 017XXXXXXXX 017YYYYYYYY 017ZZZZZZZZ



পরিবর্তন করার জন্যঃ

oldnumber<space>newnumber
Example: 017XXXXXXXX 017NNNNNNNN



দেখার জন্যঃ

 FF

সাহায্যের জন্যঃ

 Help

সুপার এফ এন এফঃ

আমরা জানি,সুপার এফ এন এফ শুধুমাত্র বন্ধু এবং এক্সপ্লরার প্যাকেজের জন্য।

 
এ্যক্টিভেশনের জন্যঃ


SF <space>Mobile Number

 পরিবর্তন করার জন্যঃ 

 SFC <space>Old Number<space>New Number


কোথায় পাঠাবেনঃ


[ Post-paid ] 2800
[GP Pre-paid] 2888
[ djuice ] 2888
[BS Pre-paid 7777
[Ekota Pre-paid] 7777


১৫ দিন পর আপনি এফ এন এফ পরিবর্তন করতে পারেন।

কোন সমস্যা হলে আমাদের ফোরামে মন্তব্য করুন।

ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More