২৪.৩.১৩

Nokia Lumia 620 বাংলাদেশে আসছে অতি শিঘ্রই

খবরটা কয়েকদিন আগেই পরেছিলাম নোকিয়া বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে।খবরটা একটু দেরিতে দেবার জন্য মাফ করবেন।Nokia Lumiya 620 উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত সবচেয়ে কম দামের ফোন।যেখানে Nokia Lumia 920 এর দাম Nokia Lumia 620 এর ২ গুন।Nokia Lumia 620 এর সাথে আপনি তুলনা করতে পারেন HTC 8S স্মার্টফোনটির।সমস্যা হল দাম নিয়ে।তবে এটুকু বলতে পারি দাম নোকিয়ার অন্যান্য লুমিয়া সেট হতে অনেক কম।যে কারনে অনেকে আছেন যারা Nokia Lumia 620 এর জন্য অপেক্ষা করছেন।চিন্তার কারন নেই,আনফিসিয়ালি দামে আপনি এই ফোন পেতে পারেন বাংলাদেশের ই কমার্স সাইত গুলোতে।যেখানে এর দাম ২৩০০০ থেকে ২৫০০০ বা এর কাছাকাছি।






৩.৮ ইঞ্চি ডিসপ্লে এবং ২৪৬ /ইঞ্চি রেজুলেশন যা আপনার দামের সাথে বোনাস হিসাবে যোগ করার মত।আপনার সব ধরনের ওয়েবপেজ দেখার জন্য যথেষ্ঠ এই ডিসপ্লে।

উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনটির ইনবিউল্ট মেমোরি ৮ গেগাবাইট।৫ মেগা পিক্সেল ক্যামেরা এবং ১ গেগা হার্য ডুয়াল কোর প্রসেসর।

আরো আছে নোকিয়া মিউজিক,নোকিয়া ড্রাইভ এবং নোকিয়া সিটি লেনস আপস।

আপনার মেমোরি আরো বারিয়ে নিতে পারেন মাইক্র এস ডি কার্ড ব্যাবহার করে।

সব কিছু ঠিক থাকলেও স্ক্রীন সাইজ নিয়ে একটু সমস্যা আছেই।যদিও এই দামে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম চালিত ফোন সত্যিই ভাল বলার মত।যদি আপনি সত্যি উইন্ডোজ ফোন ব্যাবহার করতে চান তাহলে হয়ত Nokia Lumia 620 খুব একটা ভাল হবে না।কারণ প্রথমত কম আপস এবং এ্যান্ড্রয়েড এ চালানো যাবে না বা আপগ্রেড করা যাবে না।

তাছাড়া নোকিয়া ড্রাইভ,অফিস এবং নোকিয়া মিউজিকের জন্য আসলেই একটু বড় ডিসপ্লে দরকার যা আপনি পাবেন BlackBerry Z10 এবং  iPhone 4S এ।




ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More