১.৩.১৩

স্মার্টফোন রিভিউঃSamsung Galaxy Note II



"Be Creative, Be Different" স্লোগানের মাধ্যমে ২০১২ সালের সেপ্টেম্বরের শেষের দিকে আসে Samsung Galaxy Note II।
Samsung Galaxy Note II কে স্মার্টফোন এবং ট্যাবলেটের হাইব্রীড বলা হয়।কারনটা না হয় একটু পরেই জানেন।তার আগে জেনে নিন ৫.৫ ইঞ্চির এক বিশাল ডিসপ্লে দ্বারা তৈরী এই Samsung Galaxy Note II।এর পূর্ব পুরুষ Samsung Galaxy Note ।



Samsung Galaxy Note II এর ডিসপ্লে স্মার্টফোনের মধ্যে সবচেয়ে বড় এবং ট্যাবলেটের মধ্যে সবচেয়ে ছোট।তাই একে হাইব্রীড বলা হয়।


 অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম(Android 4.1.1 (Jelly Bean) or Android 4.1.2 চালিত সেটটিতে আছে ১.৬  GHz কোয়াড কোর প্রসেসর ,৭২০ * ১২৮ পিক্সেল রেজুলেশন ডিসপ্লে,২ গেগাবাইট র‌্যাম ।১৬,৩২ এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং আরো ৬৪ জিবি বর্ধিত করা যাবে।

৮ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১.৯ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা।আরো আছে ওয়াই ফাই,গরিলা গ্লাস ২,গুগল প্লে,স্যামসাং অ্যাপস,স্যামসাং মিউজিক হাব ইত্যাদি।

 দামঃ৬৭৫০০ টাকা।তবে সেল বাজার,ক্লিক বিডি তে কম দামে পেতে পারেন।



ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More