২৫.৩.১৩

স্মার্টফোন রিভিউ|দামঃSamsung Galaxy Tab 2 10.1

Samsung Galaxy Tab 2 10.1 প্রথম ঘোষনা করা হয়েছিল ২০১২ সালের ফেব্রুয়ারী মাসের শেষের দিকে ।এটা প্রথম বাজারে আসে ২০১২ সালের মে মাসের মাঝামাঝি।প্রথমে এর অপারেটিং সিস্টেম Android 4.0 Ice Cream Sandwich থাকলেও পরে আপগ্রেড ভার্সন Android 4.1 Jelly Bean বের করে শুধূ মাত্র ওয়াইফাই ভার্সনের জন্য।এর পূর্ব পুরুষ হল Samsung Galaxy Tab 10.1




মেইন ফিচারঃ

  • ১০ .১ ইঞ্চি diagonal, PLS TFT LCD ডিসপ্লে
  • অপারেটিং সিস্টেম  Android 4.0 Ice Cream Sandwich
  • ১ গেগা হার্য প্রসেসর
  • ১ জিবি র‌্যাম
  • ৩ মেগা পিক্সেল ক্যামেরা এবং .৩ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  •  ওজন ৫৮৩ গ্রাম
  • ইন্টারনাল মেমোরি ১৬/৩২ জিবি
  • ব্যাটারি ৭000 mAh 
  • স্ট্যান্ডবাই ৭ ঘন্টা
  • ব্লুটুথ ৩
  • ৩ জি
  • ইউ এস বি
  • জি পি এস 
 দামঃ৩৭০০০টাকা (১৬ জিবি)

ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More