১২.৩.১৩

স্মার্টফোন রিভিউঃSony Xperia Miro and price in Bangladesh

Sony Xperia Miro  এ্যন্ড্রয়েড স্মার্টফোন প্রথম ঘোষনা করা হয়েছিল ২০১২ সালের জুন মাসে এবং বাজারে আসে সেপ্টেম্বরের শেষের দিকে।অত্যন্ত আকর্ষনীয় দেখতে ফোনটিতে আছে ৩.৫ ইঞ্চি ডিসপ্লে এবং অপারেটিং সিস্টেম এ্যন্ড্রয়েড ৪.০ আইসক্রীম স্যান্ডউইচ।





ফোনটি আপনার পছন্দ হতে পারে মূলত এর স্টাইল,ক্যামেরা এবং ডিসপ্লে এর জন্য।সেটটি আপনার হাতে সহজেই মানাবে কারন এর ডাইমেনশন হল ১১৩x ৫৯.৪ x৯.৯ মিলিমিটার।১১০ গ্রাম অজনের ফোনটিতে আছে ৫ মেগা পিক্সেল ক্যামেরা ,লেড ফ্লাশ লাইট।ফ্রন্ট ক্যামেরা ভিজিএ যাএ মাধ্যমে আপনি ভিডিও কল করতে পারবেন।প্রসেসর 800 MHz Qualcomm MSM 8255 এবং ৫১২ মেগাবাইট র‌্যাম।৪ জিবি ইন্টারনাল মেমরি যা ৩২ জিবি পর্যন্ত বারানো যাবে।


ফোনটতে এ্যন্ড্রয়েড ফোনের প্রাই সক; সুবিধায় পাবেন এবং ফেসবুক,টুইটার,ইউটিউব ইত্যাদি ইন্টিগ্রেটেড অবস্থায় আছে।এছাড়াও আছে  Google Voice Search, Google Talk video chat, Google Mail, Google Calendar, Google Gallery 3D and Google Maps with Street View.


আপনি কেন কিনবেন  Sony Xperia Miro?

যারা একটু স্টাইলিস ফোন পছন্দ করেন কারন এটি দেখতে আকর্ষনীয়,প্রচুর ফিচার এবং সহজে বহনযোগ্য।

আমাদের দৃষ্টিতে 

ফোনটির র‌্যাম ৫১২ মেগাবাইট এবং প্রসেসর 800 MHz যা আপনার সিস্টেমকে স্লো করে দিতে পারে।

দামঃ১৮৭০০

ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More