১৮.৩.১৩

স্মার্টফোন রিভিউ এবং স্পেসিফিকেশনসঃSymphony W20

আপনি যদি খুব কম বাজেটের মধ্যে একটা এ্যন্ড্রয়েড ফোন ব্যাবহার করতে চান তাহলে Symphony W20 ছাড়া অন্য কোন অপশন আমাদের চোখে পরছে না।ফোনটিতে অবাক করার মত ২ টা ফিচার আছে ,তার মধ্যে একটা হল ইউ এস বি মডেম সাপোর্ট এবং দাম।তাছাড়া এমন কিছু নেই যা আপনাকে ফোনটির ব্যাপারে আগ্রহী করবে।






 এ্যন্ড্রয়েড 2.3 Gingerbread চালিত যা বেশ পুরাতন ভার্সন।তাছাড়া অন্যান্য ফিচার গুলো মাল্টিমিডিয়া ফোনের মতন।ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে তারা কিছু প্রকাশ করে নি।তার মানে বলা যায় এটি 3G সাপোর্ট করা না।আবার স্কাইপি চালানো যাবে।২ মেগা পিক্সেল ক্যামেরা।1 GHz প্রসেসর এবং ২৫৬ মেগাবাইট র‌্যাম।মেমোরি ১৬ জিবি পর্যন্ত বারিয়ে নেওয়া যাবে।

বাজারে সেটটি পাওয়া যাবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় আছে।কারণ, অফিসিয়ালভাবে ফোনটি পাওয়ার কথা গ্রামীনফোন সেন্টারে।

স্পেসিফিকেশনসঃ

  • Operating System: Android 2.3 Ginberbread
  • 3.5" TFT Capacitive Full Touch
  • HVGA  Display
  • Camera: 2MP
  • 1 GHz Proocessor
  • ROM 512 MB & RAM 256 MB
  • GPRS,EDGE, Wi-Fi
  • Proximity-Sensor, Accelerometer Sensor, SNS Application
  • Android Market, Angry Birds, Office Suite Pro, Document Reader,Skype, Facebook

দামঃ৫১৫০ টাকা

ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More