২৮.২.১৩

Adobe Photoshop এখন স্মার্টফোনের জন্য ব্যাবহার করা যাবে

বিভিন্ন অ্যাপ্লিকেশন স্মার্টফোনকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলছে।তারই ধারাবাকিকতায় Adobe Photoshop এখন স্মার্টফোনেও ব্যাবহার করা যাবে।আমরা সকলেই জানি Adobe Photoshop ইমেজ এবং গ্রাফিক্স ডিজাইনের জন্য অত্যন্ত জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন।





এর আগে  Photoshop কিছু কিছু টাচ ট্যাবলেটে ব্যাবহার করা গেলেও এখন তা স্মার্টফোনের টাচ স্ক্রীনে ব্যাবহারের উপযোগী করে বানানো হয়েছে।

মজার বিষয় হল ডেক্সটপে Photoshop ব্যাবহারের প্রায় সকল সুবিধাই পাওয়া যাবে Photoshopএর এই ভার্সনটিতে।যার মধ্যে রয়েছে লেয়ারের ব্যাবহার,সিলেকশন টুল,ফিল্টার,টোনাল এবং ইমেজ লাকার অ্যাডজাস্টমেন্টের সুবিধা।সাথে সাথে এফেক্ট এবং গ্রাফিক্স টেক্সট দেওয়া যাবে।

এতো দিন Adobe Photoshop ট্যাবলেটের টাচ ক্রীনে ব্যাবহার করা গেলেও তা এখন স্মার্ট ফোনের টাচ ক্রীনে ব্যাবহার করা যাবে।

ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More