স্যামসাং তার
পরবর্তি স্মার্টফোন গ্যালাক্সি এস ৪ বাজারে আনার তারিখ ঘোষনা দিয়েছে ১৪ই মার্চ ।আপনারা
হয়ত জেনে থাকবেন স্যামসাং গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন গুলো তুমুল জনপ্রিয়তা পেয়েছে।তার
ধারাবাহিকতায় তাদের পরবর্তি স্মার্টফোন গ্যালাক্সি এস ৪।
টুইটারে একটি
পোস্টে তার ভক্তদের উদ্দেশ্যে স্যামসাং এ কথা জানায়।এদিকে গ্যালাক্সি এস ৩ সফল্অভাবে
ব্যাবসার পর গ্যালাক্সি এস ৪ হতে পারে আরো একটা অসাধারণ স্মার্টফোন ডিভাইস।
গ্যালাক্সি এস
৪ এর দাম কত হবে তা জানা না গেলেও নতুন আরো কিছু সুবিধা দেওয়া হবে বলে জানা গেছে।নতুন
এই স্মার্টফোনে থাকছে কোয়াড কোর প্রসেসর।যার অপারেটিং সিস্টেম হবে অ্যান্ড্রয়েড ভার্সন
4.2 Jelly Bean এবং Samsung
Touchwiz 6.0 UI ।৪.৯৯ ফুল এইচডি AMOLED ডিসপ্লে।
যদিও অ্যাপেল
বর্তমান স্মার্টফোন বাজারে রাজত্ব করছে। স্মার্টফোনের বাজার ধরে রাখার জন্য গ্যালাক্সি
এস ৪ উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে ধারনা করা হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন