মোবাইলফোন প্রস্তূতকারক কোম্পানি নোকিয়া চলতি সপ্তাহেই একটি নতুন মোবাইল ফোন বাজারে আনতে যাচ্ছে নোকিয়া ১০৫ যার মূল্য মাত্র ১৩ ডলার।
তাদের মতে সেটটি মূলত বানানো হয়েছে ব্যাকআপ মোবাইল হিসাবে কারন এটি একবার চার্জ দিলে টানা ৩৫ দিন পর্যন্ত স্টান্ডবাই অবস্থায় থাকতে পারবে।
চলতি সপ্তাহেই এটির বিক্রি শুরু হতে পারে।ফোনটি কালার স্ক্রীন,টর্চ লাইট এবং এফ এম রেডিও এর সুবিধা আছে।
তারা কয়েকটি উদ্দেশ্য নিয়ে ফোনটি বাজারে এনেছে।যেমন ,যে সব জায়গায় বিদ্যুৎ এর সমস্যা আছে বা যারা গান বাজনা পছন্দ করেন না তাদের জন্য।
আশা করা যাচ্ছে যারা অল্প মূল্যের এবং দীর্ঘস্থায়ী ব্যাটারীর মোবাইল ব্যাবহার করতে চান তাদের জন্য প্রথম পছন্দের মোবাইল হবে এটি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন