২২.২.১৩

আপনার ওয়েব সাইটের Alexa Rank এবার কমবেই

Alexa ওয়েবমাস্টারদের কাছে বহুল পরিচিত একটি নাম।Alexa Rank এক ধরনের বিশ্বব্যাপী ওয়েব পেজ র‌্যাঙ্কিং সিস্টেম যেখানে র‌্যাঙ্কিং করা হয় মূলত সাইটের ট্রাফিক অনূ্যায়ী।যেমনঃপ্রথম ৫ টা ওয়েবসাইট হল যথাক্রমে গুগল,ফেসবুক,ইউটিউব,ইয়াহু এবং বাইদু ।এই সাইটটা নতুন এবং প্রথমে এর Alexa Rank ছিল ৮৩৭৮০৮৭ ।আপনার ব্লগের ভিজিটর বৃদ্ধির সাথে সাথে Alexa Rank কমতে থাকবে।


এখন প্রশ্ন হল,কেন Alexa Rank কমাবেন?যে কোন সাইটের জন্যই Alexa Rank এবং Page Rank অতিরিক্ত ক্রেডিট বয়ে নিয়ে আসে।এখন অনেক ব্রাউজারেই Alexa Rank বা Page Rank টুল বার থাকে।যেমনঃ আমার ব্রাউজারে একটা ফায়ারফক্স এক্সটেনসন আছে ,যার মাধ্যমে যে কোন Page খোলার সাথে সাথে Alexa Rank বা Page Rank শো করে।যখন কোন ভিজিটর আপনার সাইটে ভিজিট করে তখন সে কয়েকটা বিষয় খেয়াল করে যেমন,আপনার Alexa Rank এবং Page Rank,গুগল এডসেন্স আছে কিনা,ব্যাকলিঙ্ক কতটা,ফেসবুক এবং গুগলএ কতজন ফ্যান এবং ফলোয়ার আছে ইত্যাদি।আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হল বিজ্ঞাপন।আপনি যদি সরাসরি আড্ স্পেস বিক্রি করতে চান তাহলে আডভারটাইজার অবশ্যই আপনার Alexa Rank চেক করবে।Alexa Rank যত কম হবে তত আপনার আড পাবার সম্ভবনা বেড়ে যাবে।

Alexa Rank কমানোর জন্য প্রথমেই আপনার যেটা করটে হবে তা হল আপনার ব্লগটাকে ক্লেইম করতে হবে।এই লিঙ্কে যান এবং আপনার ব্লগটাকে ক্লেইম করুন।ক্লেইম করার জন্য তারা আপনাকে আকটা ভেরিফিকেসন কোড দিবে।এটা আপনার html পেজে লোড করুন।ব্লগার হলে হেডিং ট্যাগ এর মাঝখানে মেটা ট্যাগ আকারে দিন।তারপর ভেরিফাই করুন।সমস্যা হলে নিচে মন্ন্তব্য করুন।




আপনার প্রাথমিক কাজ শেষ।এখন একটা Alexa traffic widget এবং Alexa review widget যুক্ত করুন।তাদের ভাষ্য মতে,এই widget নাকি Alexa Rank কমানোর জন্য খুবই সহায়ক।Alexa traffic widget যেটা আপনার Alexa Rank এবং ব্যাকলিঙ্ক দুটাই দেখাবে।Alexa review widget যেটা আপনাকে সাহায্য করবে বেশি বেশি রিভিউ পাবার জন্য।আপনি নিজেও এই লিঙ্কএ ক্লিক করতে পারেন তাতে আপনার Alexa Rank কমতে থাকবে।রিভিউ পাবার জন্য আপনার বন্ধুদের বলুন।সাইট ভিজিট করে আপনি আপনার সাইটের অবস্থা দেখতে পারেন।ট্রাফিক গ্রাফ শুধু মাত্র ১০০০০০ এর মধ্যে সাইটের জন্য দেখাবে।সাথে আপনার ব্যাকলিঙ্কের সংখ্যা দেখাবে কিন্তু তারা একটা ডোমেইন হতে একটা ব্যাকলিঙ্ক কাউন্ট করে।

আমার নিজের সাইটে প্রথম যেদিন Alexa widget ব্যাবহার শুরু করি সেদিন আমার Alexa Rank ছিল ৩৩০০০০০ যা ৫৩৯০০০ এ নেমে আসে দেড় মাসের মধ্যে।

আপনি Alexa টুলবার ব্যাবহার করতে পারেন।এই টুলবারের মাধ্যমে আপনি যে কোন পেজের Alexa Rank এবং Page Rank জানতে পারা সহ জিমেইল,ফেসবুক বুকমার্ক ইত্যাদি পাবেন।

আর Alexa Rank কমানোর জন্য ট্রাফিক বারানোর কোন বিকল্প নেই।তবে ট্রাফিক বারানোর বিকল্প আছে।


সত্যি কথা বলতে কি,যদিও Alexa Rank বিশ্বের মধ্যে স্বীকৃত প্রাপ্ত ওয়েব রাঙ্কিং সিস্টেম,তবুও এটা কোন সাইটের আসল চিত্র তুলে ধরতে পারেনা।তারপরও Alexa Rank কে ওয়েব রাঙ্কিং এর আদর্শ হিসাবে ধরা হয়।না কমলেও ভয় পাবেন না কারন Alexa Rank আপনার এস ই ও তে কোন প্রভাব ফেলেনা।







ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More