২৩.২.১৩

৫ মিনিটের মধ্যে ফেসবুক লাইক বক্স যুক্ত করুন আপনার ব্লগে

আপনি জানেন কি ফেসবুকের এই বিপুল জনপ্রিয়তার অন্যতম কারন এই ফেসবুক লাইক।শুনাছি এই লাইক নাকি আজকাল টাকার বিনিময়ে বিক্রিও হয়।এমন কি কোন ওয়েবসাইট আছে যেখানে ফেসবুক লাইক বক্স নেই।ফেসবুক লাইক বক্স ফেসবুকের একটি প্লাগিন যা ২০১০ এর শেষের দিকে চালু হয়।ফেসবুক লাইক বক্স একটা সাইটে কয়েকটা কারণে যুক্ত করা হয়।তারমধ্যে অন্যতম হল ভিজিটরদের সাইটের সাথে সবসময় যুক্ত রাখা,নতুন উপডেট গুলী জানান,আলোচনা করা ইত্যাদি। সর্বপরি,ফেসবুকের লাইক সংখ্যা একটা সাইটের জনপ্রিয়তা তুলে ধরে।


আপনি যদি কোন ব্লগের মালিক হন তাহলে হয়ত অবশ্যই চাইবেন একটা লাইক বক্স যুক্ত করতে।লাইক বক্স যুক্ত করার আগে আপনার অবশ্যি একটা ফেসবুকে পেজ থাকতে হবে আপনার ব্লগের নাম অনুযায়ী।যদি না থাকে তাহলে এখান থেকে একটা ফ্যান পেজ খুলে নিন। 


 লাইক বক্স যুক্ত করার জন্য আপনার একটা কোড লাগবে।এই কোড আপনি এখান থেকে খুলে নিতে পারেন।

আপনি যদি মনে করেন যে খুব ঝামেলা হছে,তাহলে শুধু মাত্র আপনার ফ্যান পেজের ইউজার নেমটা নিন।এটা আপনি আপনার ফ্যান পেজের "Update information" এর ভিতর পাবেন।আমি ধরে নিচ্ছি এখন আপনার আছে আপনার ফেসবুক পেজের ইউজার নেম আছে।

আখন সোজা আপনার ব্লগারে লগ ইন করুন এবং লে আউট এ গিয়ে একটা গেডগেট যুক্ত করুন।নিচের কোডটুকু আপনার গেডগেটের মধ্যে রাখুন।

<iframe src="//www.facebook.com/plugins/likebox.php?href=http%3A%2F%2Fwww.facebook.com%2Fbdtechtoday&amp;width=300&amp;height=258&amp;colorscheme=light&amp;show_faces=true&amp;border_color=%234169E1&amp;stream=false&amp;header=false" scrolling="no" frameborder="0" style="border:none; overflow:hidden; width:300px; height:258px;" allowtransparency="true"></iframe>

 কোড ডাউনলোড করুন

পরিবর্তনঃ

bdtechtoday এর জায়গায় আপনার ফ্যান পেগের ইউজার নেমটা দিন।

Width ,height আপনার প্রয়োজন অনুযায়ী পরিবর্তনঃ করুন।

দেখেনতো এখন লাইক বক্স দেখা যায় কিনা।


ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More