২৬.২.১৩

এস ই ও চেইন টেক ১৩|অনপেজ অপটিমাইজেশন|সহজে কীওয়ার্ড রিসার্চ করুন

বর্তমানে প্রতিযোগীতার মধ্যে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই কীওয়ার্ড রিসার্চ করতে হবে।আমরা এই পোস্টে শিখব কিভাবে খুব সহজেই কীওয়ার্ড রিসার্চ করা যায়।




কীওয়ার্ড রিসার্চ মূলত ৩ টি কারণে করা হয়।

১।কোন কীওয়ার্ড কি পরিমাণ গ্লোবালি সার্চ করা হয়।

২।কোন কীওয়ার্ড এ কি পরিমাণ প্রতিযোগীতা আছে

৩।বিকল্প কীওয়ার্ড খুজে বের করা।


কীওয়ার্ড রিসার্চের জন্য সবচেয়ে প্রচলিত টুলস হল Google adwords

আপনার  niche যদি খুব বড় না হয় তা হলে এডয়ার্ডে রিসার্চ করার প্রয়োজন নেই।

কীওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি যে কীওয়ার্ড সম্পর্কে পোস্ট করতে চান সেই কীওয়ার্ড টা দিয়ে সার্চ দিন।এর পর খুজে বের করুন কোন কীওয়ার্ড দিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়।সবচেয়ে বেশি সার্চ করা হয় কিন্তু কমপিটিশন বেশি সেই কীওয়ার্ড বাদ দেন।এরপর দেখেন সবচেয়ে বেশি সার্চ করা হয় কিন্তু কমপিটিশন কম সেই কীওয়ার্ড টা নির্বাচন করুন।

এরপর আপনি বিকল্প শব্দ গুলো দেখতে পারেন।

এবার আশা যাক কিভাবে পোস্টের টাইটেল এর মধ্যে কীওয়ার্ড গুলো সেট করবেন।

প্রথমে আপনার মনের মত করে একটা টাইটেল বানান এবং গুগলে সার্চ দিন।যদি একই টাইটেল ট্যাগ অনেক থাকে বা সার্চ রেজাল্টে অনেক রেজাল্ট আসে তাহলে আপনার টাইটেল টা পরিবর্তন করতে হবে।

এই পরিবর্তন আমরা সাধারণত ৩ ভাবে করিঃ

১। ফ্রাগমেন্টেশনঃএর মাধ্যমে আপনার কমপিটিটর অনেক কমে যায়।যেমন,আপনার টাইটেল ছিল 

 Find best software 


আপনি এটাকে ফ্রাগমেন্টে করে লিখতে পারেন

Find best open source software
এরফলে আপনার কমপিটিটর অনেক কমে যাবে।

 ২।লম্বা লেজ কীওয়ার্ডঃএখানে আপনি প্রধান কীওয়ার্ড এর আগে বা পরে অন্য শব্দ যুক্ত করবেন।যেমনঃ

Best Google adsense alternatives

আপনি এটাকে  লিখতে পারেন


Best Google adsense alternatives for low traffic blog

Best Google adsense alternatives for Bangladesh


এরফলে আপনার কমপিটিটর অনেক কমে যাবে।

 ৩।বিকল্প শব্দের ব্যাবহার

বিশ্বের সকল মানুষ একটা নিদৃষ্ট কীওয়ার্ড এর জন্য একই শব্দ দিয়ে সার্চ দেয় না।তাই বিকল্প শব্দ ব্যাবহার করে কমপিটিশন কমিয়ে আনা যায়।

জানিনা কত টুকু কি বোঝতে পারলাম।ভাল থাকুন।


পরবর্তি টিউটোরিয়াল




ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More