২৬.২.১৩

এস ইও চেইন টেক ১২|অনপেজ অপটিমাইজেশন|আপনার ব্লগার টেমপ্লেট টা SEO ফ্রেন্ডলি করে ফেলুন

 SEO ফ্রেন্ডলি টেমপ্লেট এস ই ও এর জন্য খুব দরকারি।কারণ সার্চ ইঞ্জিন ক্রল করার সময় নানা রকম সমস্যায় পরতে পারে।এমন ভাবে টেমপ্লেট বানাতে হবে যেন সার্চ ইঞ্জিন খুব সহজেই আপনার সাইট ক্রল করতে পারে।


আমরা হয়ত সকলেই জানি আমাদের প্রিয় ব্লগার টেমপ্লেট এস ই ও ফ্রেন্ডলি না।কয়েক টা কজ করলে এটা কে সহজেই এস ই ও ফ্রেন্ডলি বানিয়া ফেলা যায়।


১।মেটা ট্যাগ এবং কীওয়ার্ড ট্যাগ দিন

আপনি হয়ত খেয়াল করেছেন আপনার ব্লগের টেমপ্লেটে মেটা ট্যাগ এবং কীওয়ার্ড ট্যাগ নেই।বর্তমানে ডাউনলোড করা ব্লগার টেমপ্লেটে এই ২ টা ট্যাগ থাকে।আপনার টেমপ্লেটে যদি মেটা ট্যাগ এবং কীওয়ার্ড ট্যাগ না থাকে তাহলে এখনি দিয়ে দিন।

আপনার টেমপ্লেটে অপেন করে নিচের কোডটা বের করুন


<head>
এর নিচে নিচের কোডটা দিন

 <meta content='text/html; charset=utf-8' http-equiv='Content-Type'/>

<meta content='
Your_Site_Description_Here' name='description'/>

<meta content='
Your_Site_Keywords_Here' name='keywords'/>
 নীল রঙের জায়গায় আপনার সাইটের বর্ণনা দিন ৬০ অক্ষরের মধ্যে।

লাল রঙের জায়গায় আপনার সাইটের প্রধান কীওয়ার্ড জুলো দিন।এটা খুব একটা জরুরী না ,কারণ গুগল এ গুলো দেখে না।তবে শুনেছি অন্যান্য সার্চ ইঞ্জিন মেটা কীওয়ার্ড কে গুরুত্ব দেয়।


২।হেডিং ট্যাগের পরির্তন

আমরা জানি যে হেডিং ট্যাগ মোটামুটি ৪ টা।এর মধ্যে h1 আপনার ব্লগের প্রধান টাইটেল।h2 ট্যাগ এ যে কীওয়ার্ড থাকে তার মাধ্যমে আপনার রাঙ্কিং হয়।কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে ব্লগারের পোস্ট টাইটেল h3 ট্যাগ এ দেওয়া হয় যেখানে এটা হবার কথা ছিল h2 ট্যাগে।যা আপনার সার্চ ইঞ্জিন রাঙ্ক অনেক কমিয়ে দেয়।তাই আমাদের এখন h3 ট্যাগকে h2 ট্যাগে কনভার্ট করতে হবে।

এবার আপনার টেমপ্লেটে expand widget template এ টিক দিন।

এখন নিচের কোড গুলো বা এধরনের কোড খুজুন


<h3 class='post-title'>
     <b:if cond='data:post.link'>
       <a expr:href='data:post.link'><data:post.title/></a>
     <b:else/>
        <b:if cond='data:post.url'>
          <a expr:href='data:post.url'><data:post.title/></a>
        <b:else/>
          <data:post.title/>
        </b:if>
     </b:if>
      </h3>
 খুজে পেলে নিচের কোড দিয়ে রিপ্লেস করে দিন

<h2 class='post-title'>
     <b:if cond='data:post.link'>
       <a expr:href='data:post.link'><data:post.title/></a>
     <b:else/>
        <b:if cond='data:post.url'>
          <a expr:href='data:post.url'><data:post.title/></a>
        <b:else/>
          <data:post.title/>
        </b:if>
     </b:if>
      </h2>

সেভ করুন।এর পর কিছু দিন অপেক্ষা করুন।

৩।আপনার সাইটের পোস্ট টাইটেল আগে দেখান

 মানুষ আপনার ব্লগের নাম খুজবে না ,তারা খুজবে আপনার পোস্ট টাইটেল।কিন্তু অনেক ব্লগার টেমপ্লেটে দেখা যায় সার্চ রেজাল্টে আগে ব্লগের নাম পরে পোস্টের নাম দেখায়।যার ফলে আপনার সাইটের ক্লিক রেট কমে যায়।তাই আগে পোস্টের নাম এবং পরে ব্লগের নাম দেখান ভাল।যেমনঃ

বিডিটেকটুডেঃবাংলাদেশ টেকনলজি খবর 

এখানে আগে ব্লগের নাম এবং পরে পোস্টের নাম যা ভাল না।

 বাংলাদেশ টেকনলজি খবর ; বিডিটেকটুডে

এটা ভিজিটরের নজর কারতে পারে।

এটা করতে হলে প্রথমে

Go To Blogger.com >> Template >> EDIT HTML >> Proceed

নিচের কোডটে বের করুন

 <title><data:blog.pageTitle/></title>

এবং নিচের কোড দিয়ে রিপ্লেস করে দিন।

     <b:if cond='data:blog.pageType == &quot;index&quot;'>
    <title><data:blog.pageTitle/></title>
    <b:else/>
    <title><data:blog.pageName/> | <data:blog.title/></title>
    </b:if>

সেভ করুন।

৪।অতিরিক্ত জাভা স্ক্রীপ,বিজ্ঞাপন,হোমপেজে প্রচুর url আপনার সাইট স্পীড কমিয়ে দেয় যা সার্চ ইঞ্জিন এবং ভিজিটর সবার জন্য বিরক্তিকর।

ধন্যবাদ।

পরবর্তি টিউটোরিয়াল

ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More