২৬.২.১৩

এস ই ও চেইন টেক ১১|অনপেজ অপটিমাইজেশন|custom redirect

আজকে আমাদের এস ই ও চেইন টেকে ছোট্ট একটা বিষয়।আমরা মাঝে মাঝে কোন সাইট ভিজিট করারা সময় আমাদের কাঙ্খিত পেজ খুজে পায় না তখন বিভিন্ন ধরনের মেসেজ দেখায় যেমন,

404 page not found





এর অর্থ হল আপনি যে পেজটির জন্য এই সাইটে ঢুকেছেন তা এই সাইটে এখন নেয়।এখন আপনার সাইটে আমন যদি কোন পেজ থাকে তাহলে ভিজিটর এসে বিভ্রান্ত হবে এবং আপনার সাইট সম্পর্কে খারাপ ধারনা হবে।

এ ক্ষেত্রে আপনি কোন কাস্টম মেসেজ দিতে পারেন এবং খুজে না পাওয়া পেজটিকে আপনার হোম পেজে রিডাইরেক্ট করতে পারেন।

ব্লগারে মেসেজ দেবার জন্য





Your Blog -> Settings -› Search preferences>Custom page not found

হোম পেজে রিডাইরেক্ট করার জন্য

টেমপ্লেট>এডিট html >proceed

নিচের কোড টা খুজুন


</head>

উপরের কোডের ঠিক নিচে নিচের কোডটা দিন


<b:if cond='data:blog.pageType == "error_page"'>
&lt;script language=&quot;javascript&quot;&gt;
window.location=&#39;<data:blog.homepageUrl/>&#39;;
&lt;/script&gt;
</b:if>

 সেভ করুন।এখন থেকে আপনার যদি কোন এরর পেজ থেকে থাকে তবে ত্যা আপনার হোম পেজে রিডাইরেক্ট হবে।

আপনি যদি মনে করেন তাহলে অন্য পেজেও রিডাইরেক্ট করতে পারেন।লাল অংশ টুকুর জাগায় আপনার অন্য পেজের url দিন।

ধন্যবাদ।

পরবর্তি টিউটোরিয়াল

ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More