২৬.২.১৩

এস ই ও চেইন টেক ১০|অনপেজ অপটিমাইজেশন |আপনার সাইটটা সার্চ ইঞ্জিনে সাবমিট করুন

আমাদের এস ই ও চেইন টেক এর আজ ১০ তম পর্ব।আজ আমরা জানব কিভাবে আপনার সাইটকে সার্চ ইঞ্জিনের কাছে সাবমিট করতে হবে।সার্চ ইঞ্জিনে সাবমিট করা বলতে প্রধান ৩ টা সার্চ ইঞ্জিন গুগল,ইয়াহু এবং বিং কে বঝায়।কারন,৬০% বা তার বেশি মানুষ গুগলে সার্চ দেয়।






ইন্টারনেট বিশ্বে ১০০০ এর বা তার বেশি সার্চ ইঞ্জিন আছে।আপনি এখান থেকে একবার দেখে আসতে পারেন ।

গুগল হল সার্চ জায়ান্ট ,গুগলে আপনি সাইট সাবমিট না করলেও সমস্যা নেয় কারন তারা প্রতিনিয়ত ওয়েব এ ক্রল করে বেরায়।ইয়াহু এবং বিংএ সাইট সাবমিট করা খুব গুরত্বপূর্ণ।এদেরকে সাইট সাবমিট করার পরেও দেরি করে ক্রল করে।

গুগলে কিভাবে সাইট সাবমিট করবেন?

আগেই বলেছি গুগল হল সার্চ এর রাজা।প্রতিদিন ৩০ ট্রিলিয়ন সাইটকে ক্রল করে গুগল এবং প্রতি মানে ১০০ বিলিয়ন সার্চের উত্তর দেয়।তাহলে বুঝতেই পারছেন গুগলে সাইট সাবমিট করা কতটা গুরুত্বপূর্ণ।

গুগলে সাইট সাবমিট করুন

খেয়াল রাখবেন শুধুমাত্র আপনার হোম পেজের  url দেবেন।

ইয়াহুতে সাইট সাবমিট করুন

বিং এ সাইট সাবমিট করুন

আরো কিছু সার্চ ইঞ্জিন আছে যারা বেশ পপুলার হচ্ছে

AlltheWeb

AOL Search


Open Directory


খুব ঝামেলা তাই না ।এখান থেকে দেখেনতো কয়টা সাইটে ফ্রীতে সাবমিট করা যায়। 

ধন্যবাদ।

পরবর্তি টিউটোরিয়াল

ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More