সাইট ম্যাপ হল একটা ডকুমেন্ট বা ফর্ম যার মাধ্যমে সার্চ ইঞ্জিন এবং ভিজিটর আপনার সাইটের সকল কনটেন্ট/পেজ এ সহজে নেভিগেট এবং ক্রল করতে পারে।সাইট ম্যাপের মধ্যে এক্সএমএল সাইট ম্যাপ বেশি করা হয়।এই পেজের মধ্যে আপনার সকল পেজের লিঙ্ক থাকে যার ফলে সার্চ ইঞ্জিনের ইন্ডেক্স করতে সুবিধা হয়।
সাইট ম্যাপ ম্যানুয়ালী বানান যায় তবে তা সময়ের ব্যাপার।বর্তমানে কিছু সাইট আছে যারা আপনাকে ফ্রী সাইট ম্যাপ বানাতে দেয়।যেমনঃ
http://www.xml-sitemaps.com
একান থেকে আপনি সাইট ম্যাপ বানিয়ে গুগলে সাবমিট করতে হবে।তারপর গুগল আপনার সাইট ম্যাপটি ক্রল করবে।পুরো প্রক্রিয়াটা হতে কয়েকদিন সময় লাগতে পারে।
এখন আমরা জানব কিভাবে আপনার ব্লগারের সাইট ম্যাপ বানাবেন।এজন্য আমরা ফীড এর সাহায্য নিব।আপনি মনে হয় জেনে থাকবেন আপনি যে কোন পোস্ট পাবলিশ করার সাথে সাথে তা rss ফীড আকারে প্রকাশ করা হয়।এখানে আপনার সব পোস্ট গুলো পর্যায়ক্রমে সাজান থাকে।
এজন্য আপনাকে প্রথমে Google webmaster tools এ জেতে হবে।
আপনার gmail account এর মাধ্যমে লগ ইন করুন।
যদি এখন ও পর্যন্ত আপনার সাইট আড না হয়ে থাকে তাহলে Add SITE এ ক্লীক করে যে সাইটটার সাইট ম্যাপ বানাতে চান তা Add করুন।
এখন Site map বাটনে ক্লিক করুন।
এর পর এই বার্তা আসবে "Add/Test SITEMAP"
এখানে ক্লিক করুন এবং নিচের কোডটি প্রবেশ করান
ধন্যবাদ।
পরবর্তি টিউটোরিয়াল
সাইট ম্যাপ ম্যানুয়ালী বানান যায় তবে তা সময়ের ব্যাপার।বর্তমানে কিছু সাইট আছে যারা আপনাকে ফ্রী সাইট ম্যাপ বানাতে দেয়।যেমনঃ
http://www.xml-sitemaps.com
একান থেকে আপনি সাইট ম্যাপ বানিয়ে গুগলে সাবমিট করতে হবে।তারপর গুগল আপনার সাইট ম্যাপটি ক্রল করবে।পুরো প্রক্রিয়াটা হতে কয়েকদিন সময় লাগতে পারে।
এখন আমরা জানব কিভাবে আপনার ব্লগারের সাইট ম্যাপ বানাবেন।এজন্য আমরা ফীড এর সাহায্য নিব।আপনি মনে হয় জেনে থাকবেন আপনি যে কোন পোস্ট পাবলিশ করার সাথে সাথে তা rss ফীড আকারে প্রকাশ করা হয়।এখানে আপনার সব পোস্ট গুলো পর্যায়ক্রমে সাজান থাকে।
এজন্য আপনাকে প্রথমে Google webmaster tools এ জেতে হবে।
আপনার gmail account এর মাধ্যমে লগ ইন করুন।
যদি এখন ও পর্যন্ত আপনার সাইট আড না হয়ে থাকে তাহলে Add SITE এ ক্লীক করে যে সাইটটার সাইট ম্যাপ বানাতে চান তা Add করুন।
এখন Site map বাটনে ক্লিক করুন।
এর পর এই বার্তা আসবে "Add/Test SITEMAP"
এখানে ক্লিক করুন এবং নিচের কোডটি প্রবেশ করান
atom.xml?redirect=false&start-index=1&max-results=500ব্যাস হয়ে গেল আপনার সাইট ম্যাপ সাবমিশন।এখন গুগল মোটামুটি এক সপ্তাহ নেবে এটাকে ক্রল করার জন্য।
ধন্যবাদ।
পরবর্তি টিউটোরিয়াল
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন