ইন্টারনাল লিঙ্ক এবং সাইট নেভিগেশন এই দুইটি বিষয় অনপেজ অপটিমাইজেশন এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।এই দুইটা বিষয় ইন্টাররিলেটেড যে কারনে এক সাথে দেখান হয়েছে।
একটা স্বার্থক সাইট নেভিগেশনের জন্য আপনার ব্লগের টপিক যে কোন একটা বিষয়ের উপর হলে ভাল হয়।যদি আপনি অনেক গুলো বিষয় যুক্ত করেন তাহলে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি করতে পারেন।যেমন আমাদের টেক বিভাগ এখানে প্রত্যাকটা বিষয় আলাদা আলাদা করে ক্যাটাগরি করা আছে।যার ফলে ভিজিটর যেন সহজে তাদের কাঙ্খিত পোস্ট খুজে পায়।তাছাড়া গুগল এডসেন্স আপ্রুভ হবার জন্য যে কোন একটা বিষয় এবং শক্তিশালী নেভিগেশন খুবই গুরুত্বপূর্ণ।
এজন্য একটা রুট ফাইল থাকে এবং এর পরে অন্য পেজের সাথে এই রুট পেজের ইন্টারনাল লিঙ্ক বানান।এ জন্য ব্রেডক্রাম্ব পদ্ধতি জনপ্রিয়।নিচের ছবিটা দেখলে বুঝতে পারবেন।
এখন আশা যাক ইন্টারনাল লিঙ্কে।ইন্টারনাল লিঙ্ক মানে আপনার সাইটের বিভিন্ন পেজের মধ্যে লিঙ্ক।এর ফলে এক দিকে যেমন সার্চ ইঞ্জিন ক্রল করার সময় আপনার সব পেজ গুলো খুজে পাবে অন্য দিকে আপনার ভিজিটর সহজে অন্য পেজে যেতে পারবে।আপনার পেজ ভিউ এবং বাউন্স রেট যথাক্রমে বারতে ও কমতে থাকবে।সাথে সাথে আপনার প্রতিটা পেজ অন্তত একটা করে ব্যাকলিঙ্ক পাবে।
ধন্যবাদ।
পরবর্তি টিউটোরিয়ালঃ
একটা স্বার্থক সাইট নেভিগেশনের জন্য আপনার ব্লগের টপিক যে কোন একটা বিষয়ের উপর হলে ভাল হয়।যদি আপনি অনেক গুলো বিষয় যুক্ত করেন তাহলে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি করতে পারেন।যেমন আমাদের টেক বিভাগ এখানে প্রত্যাকটা বিষয় আলাদা আলাদা করে ক্যাটাগরি করা আছে।যার ফলে ভিজিটর যেন সহজে তাদের কাঙ্খিত পোস্ট খুজে পায়।তাছাড়া গুগল এডসেন্স আপ্রুভ হবার জন্য যে কোন একটা বিষয় এবং শক্তিশালী নেভিগেশন খুবই গুরুত্বপূর্ণ।
এজন্য একটা রুট ফাইল থাকে এবং এর পরে অন্য পেজের সাথে এই রুট পেজের ইন্টারনাল লিঙ্ক বানান।এ জন্য ব্রেডক্রাম্ব পদ্ধতি জনপ্রিয়।নিচের ছবিটা দেখলে বুঝতে পারবেন।
এখন আশা যাক ইন্টারনাল লিঙ্কে।ইন্টারনাল লিঙ্ক মানে আপনার সাইটের বিভিন্ন পেজের মধ্যে লিঙ্ক।এর ফলে এক দিকে যেমন সার্চ ইঞ্জিন ক্রল করার সময় আপনার সব পেজ গুলো খুজে পাবে অন্য দিকে আপনার ভিজিটর সহজে অন্য পেজে যেতে পারবে।আপনার পেজ ভিউ এবং বাউন্স রেট যথাক্রমে বারতে ও কমতে থাকবে।সাথে সাথে আপনার প্রতিটা পেজ অন্তত একটা করে ব্যাকলিঙ্ক পাবে।
ধন্যবাদ।
পরবর্তি টিউটোরিয়ালঃ
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন