২৫.২.১৩

এস ই ও চেইন টেক ৭|অনপেজ অপটিমাইজেশন|এ্যঙ্কর টেক্সট এর ব্যাবহার

এ্যঙ্কর টেক্সট আমরা সকলেই চিনি এবং সচারাচর ব্যাবহার করে থাকি।এই এ্যঙ্কর টেক্সট এস ই ও তে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হয়ত আমরা অনেকেই জানিনা।আসুন তা হলে এ্যঙ্কর টেক্সট কি এটা আগে জানি।





এ্যঙ্কর টেক্সট হল একটা দৃশ্যমান এবং ক্লিকেবল টেক্সট যা ভিজিটর এবং সার্চ ইঞ্জিনকে অন্য কোন পেজে নিয়ে যেতে পারে।html এ এ্যঙ্কর টেক্সট এভাবে লেখা হয়

<a href="http://en.wikipedia.org/wiki/Main_Page">Wikipedia</a>

 আমদের ওয়েব পেজের মধ্যে শুধূ লাল অংশ টুকু দেখা যাবে।আমরা মন্তব্য করে ব্যাকলিঙ্কের জন্য এই এ্যঙ্কর টেক্সট ব্যাবহার করি।এ্যঙ্কর টেক্সট এর মাধ্যমে আমরা অন্য পেজের লিঙ্ক দিয়ে থাকি।সার্চ ইঞ্জিন ওয়েব পেজ ক্রল করার সময় এই লিঙ্ক গুলী ক্রল করে যদি নোফলো ট্যাগ দিয়া না থাকে।তার মানে অন্য সাইট একটা ব্যাকলিঙ্ক পেল।এখন আপনার চেষ্টা করা উচিত এই লিঙ্ক যে পেজে যাবে সেই পেজের কনটেন্ট অনু্যায়ী আপনার এ্যঙ্কর টেক্সট দেওয়া উচিত।এটা হবে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি।আর আপনার ভিজিটররা সহজে আপনার লিঙ্কের অর্থ বুঝতে পারবে।

একটা কথা আগাম জানিয়ে রাখি,এ্যঙ্কর টেক্সট এর সার্চ ইঞ্জিনের কাছে অনেক মূল্য।এর মাধ্যমে অনেকে হাজার হাজার ব্যাকলিঙ্ক কেনা বেচা করে।তাই গুগলের পান্ডা এবং পেংগুইন উপডেট অনু্যায়ী  এ্যঙ্কর টেক্সট এর দিন শেষ ,২০১৩ সাল হবে কো সাইটেশনের ।মানে শুধু মাত্র রিলেটেড সাইট থেকে আসা লিঙ্ক কাউন্ট করা হবে বা গুরুত্ব দেওয়া হবে।
ধন্যবাদ।

পরবর্তি টিউটোরিয়ালঃ

ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More