আজ আমাদের এস ই ও চেইন টেক এর ৬ তম পর্ব।আজ আমরা শিখব একটা ইমেজকে কিভাবে সার্চ ইঞ্জিনের জন্য প্রস্তুত করা যায়।আমরা সকলেই জানি কোন ছবিকে সার্চ ইঞ্জিন পড়তে পারে না কিন্তু ছবির এট্রিবিউট পড়তে পারে।আর এ করণেই আমরা গুগলে ছবি সার্চ দিয়ে আমদের কাঙ্খিত ছবি বের করতে পারি,যে সব ছবির এট্রিবিউট দেওয়া থাকে না সে গুলো সার্চ রেজাল্টে দেখা যাবে না।
সুতরাং,আপনার পোস্টের মধ্যে Image Alt Attribute ব্যাবহার করে এক দিকে আপনি সাইটে ভিজিটর বারিয়ে নিতে পারেন অন্য দিকে সার্চ ইঞ্জিন আপনার পোস্ট সম্পর্কে জানতে পারে।
এখানে যে এট্রিবিউট ব্যবহার করা হয় তাকে alt এট্রিবিউট বলা হয়।এই এট্রিবিউটটা আপনি চেনেন ,খেয়াল করলে দেখবেন কোন ওয়েব পেজ লোড হবার সময় আগে ছবির জায়গায় একটা লেখা দেখা এটাই alt এট্রিবিউট।এটাকে আবার এ্যঙ্কর টেক্সট আকারেও রাখা যায়।আবার এই এঙ্কর টেক্সট কি?পরের টেকে আমরা এঙ্কর টেক্সট সম্পর্কে জানব।
দেখুন একটা উদাহরণ
যায় হোক , এখন আমরা দেখব ব্লগারে কিভাবে Image Alt Attribute দিবেন।
কোন ছবি আপলোড করার পর ছবির উপর রাইট ক্লিক করলে নিচে কতগুলো অপশন দেখাবে ,সেখান থেকে প্রপারটিস সিলেক্ট করলে ২ টা অপশন দেখাবে
এখান থেকে Alt Attribute এ আপনার ছবির বিকল্প নাম দিন।
এখন থেকে আপনার ছবি গুলো সার্চ রেজাল্টে দেখাবে।ধন্যবাদ।
সুতরাং,আপনার পোস্টের মধ্যে Image Alt Attribute ব্যাবহার করে এক দিকে আপনি সাইটে ভিজিটর বারিয়ে নিতে পারেন অন্য দিকে সার্চ ইঞ্জিন আপনার পোস্ট সম্পর্কে জানতে পারে।
এখানে যে এট্রিবিউট ব্যবহার করা হয় তাকে alt এট্রিবিউট বলা হয়।এই এট্রিবিউটটা আপনি চেনেন ,খেয়াল করলে দেখবেন কোন ওয়েব পেজ লোড হবার সময় আগে ছবির জায়গায় একটা লেখা দেখা এটাই alt এট্রিবিউট।এটাকে আবার এ্যঙ্কর টেক্সট আকারেও রাখা যায়।আবার এই এঙ্কর টেক্সট কি?পরের টেকে আমরা এঙ্কর টেক্সট সম্পর্কে জানব।
দেখুন একটা উদাহরণ
<img src="pulpit.jpg" alt="Pulpit rock" width="304" height="228">লাল রঙের অংশ টুকূ Image Alt Attribute ।
যায় হোক , এখন আমরা দেখব ব্লগারে কিভাবে Image Alt Attribute দিবেন।
কোন ছবি আপলোড করার পর ছবির উপর রাইট ক্লিক করলে নিচে কতগুলো অপশন দেখাবে ,সেখান থেকে প্রপারটিস সিলেক্ট করলে ২ টা অপশন দেখাবে
এখান থেকে Alt Attribute এ আপনার ছবির বিকল্প নাম দিন।
এখন থেকে আপনার ছবি গুলো সার্চ রেজাল্টে দেখাবে।ধন্যবাদ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন