মাইক্রসফট অফিসিয়ালি বের করল ইমেইল সার্ভিস Outlook.com ।যদিও তারা এটা প্রথম ছেড়েছিল ৬ মাস আগে প্রিভিউ হিসাবে।এই ৬ মাসের মধ্যেই এটি পেয়েছে তুমুল জনপ্রিয়তা,৬০ মিলিয়ন ব্যাবহারকারী!
অন্যান্য ইমেইল সার্ভিস গুলোর সাথে পাল্লা দেবার জন্য যথেষ্ঠ এই Outlook.com ।আমারা জানি এ বছরই মাইক্রসফট তাদের অত্যন্ত জনপ্রিয় ইমেইল সার্ভিস hotmail বন্ধ করে দেয়।এখন তারা চেস্টা করছে hotmail এর গ্রাহকদেরকে Outlook.com এ উপগ্রেড করার জন্য।
Outlook.com এ তারা ৪ টা বিষয় গুরুত্ব্রর সাথে নিচ্ছে
১।নতুন নতুন ব্রাউজার এবং ডিভাইস গুলোর সাথে সুন্দর এবং ফ্রেশ মেইল প্রদান করা।
২।বন্ধু এবং অন্যান্য কো ওর্কারদের সাথে যোগাযোগ করয়া।
৩।প্রতিদিনকার কাজের সুবিধার জন্য মানানসই এবং শক্তিশালী ইনবক্স।
৪।প্রাইভেসি বিষয়টাকে গুরত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও নতুন অনেক কিছু পাওয়া যাবে Outlook.com।পপুলার সোসাল মিডিয়া সাইট গুলোতে যেমন ফেসবুক,টুইটার ,লিঙ্কেডিন এ ছবি,ভিডিও ইত্যাদি শেয়ার করা যাবে খুব সহজেই।এই সব সুবিধা গুলো আপনি পেতে পারেন skydrive এর মাধ্যমে।
যারা এতদিন hotmail ব্যবহার করতেন তাদেরকে Outlook.com এ উপগ্রেড অরে দেওয়া হচ্ছে।Outlook.com এ উপগ্রেড করার পরও তাদের নাম,পাসওয়ার্ড এমনকি @hotmail.com এর কোন পরিবর্তন হবে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন