২০.২.১৩

ছোট ছোট ফাইল স্টোর এবং শেয়ার করার ২ট ফ্রী সাইট

বর্তানে ইন্টারনেটের যুগে ফাইল শেয়ার এবং  স্টোর অত্যন্ত প্রোয়োজনীয় একটি বিষয়।বিশেষ করে আমরা যারা ব্লগ বা সাইট চালায়। গান,ভিডিও,ইবুক,পিডিএফ ফাইল,টেমপ্লাটে ইত্যাদি রাখার জন্য আপনাকে অবশ্যই ফাইল হোস্ট করতে হবে ।



 ফাইল হোস্ট করার জন্য জনপ্রিয় সাইট গুলোর মধ্যে Files tube,Media fire,hot file ,Rapid share ইত্যাদি বেশি পরিচিত।এসব সাইটে ফাইল হোস্ট করার জন্য নিদৃষ্ট খরচে নিদৃষ্ট সময়ের ভিত্তিতে নিদৃষ্ট পরিমান ফাইল হোস্ট করা যায় ।তবে আমরা আজ যে বিষয়ে কথা বলব তা হল,ফ্রিতে কিভাবে ফাইল হোস্ট করা যায়।যারা ব্লগিং করেন তাদের জন্য এটা খুবই প্রোজনীয়।

  আপনি যদি ব্লগিং নাও করেন তবুও আপনার কাজে লাগতে পারে,যেমন ধরেন,আপনি কোন ফাইল আপনার বন্ধুর কাছে শেয়ার করতে চান।আপনি ফাইল্টা আপলোড করে ,ডাউনলোড লিঙ্কটা আপনার বন্ধুকে দিয়া দিতে পারেন।

অনেক সাইট আছে যারা ফ্রিতে নিদৃষ্ট পরিমান ডাটা স্টোর করতে দেয়।এর মধ্যে আমার প্রিয় ২টা সাইট হল Dropbox এবং File.writersbd.com



Dropbox 

 ড্রপবক্সে প্রথমে আপনাকে ২জিবি ফাইল ফ্রিতে হোস্ট করতে দেবে।এর জন্য আপনাকে Dropbox এর সফট ওয়ারটা ইনস্টল করতে হবে।ফাইল উপলোড করার পর,তারা আপনাকে একটা লিঙ্ক দিবে যা আপনি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।ড্রপবক্সে আপনি ইচ্ছা করলেই স্পেস বারিয়ে নিতে পারেন রেফারেল এর মাধ্যমে।প্রতি রেফারেল এর জন্য আপনি নতুন ৫০০ মেগাবাইট পাবেন যা আপনি ১৬ জিবি পর্যন্ত পেতে পারেন।ফেসবুকে শেয়ার এবং টুইটারে ফলো করে পাবেন ১৫০  + ১৫০ =৩০০ মেগাবাইট।
                                                                                                                     File.writersbd.com 

এটাও খুব মজার।এখানে আপনি রেজিস্টার ছাড়া ১০টি ফাইল এবং সর্বচ্চ ১০০  মেগাবাইট পর্যন্ত আপলোড করতে পারবেন।আর রেজিস্টার করা  হলে  ১০০টি ফাইল এবং সর্বচ্চ ৫০০  মেগাবাইট পর্যন্ত আপলোড করতে পারবেন  ফ্রিতে। 

 ধন্যবাদ।

টেকটি লিখেছেনঃ

                                    

সাজ্জাদুল ইসলাম,রংপুর থেকে।BDTECHTODAY তে এটা তার প্রথম টেক।

আপনি লেখা পাঠাতে চাইলে এখানে ক্লিক করুন।
                                                                                                                                          

ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More