১৯.২.১৩

32 th BCS Preli question and answer|বি সি এস প্রিলি সাধারণ জ্ঞান মডেল টেস্ট ১

৩২ তম বি সি এস প্রিলি পরীক্ষার  সাধারণ জ্ঞান  অংশের প্রশ্ন ও সমাধান ।সাধারণ জ্ঞান বিভাগটিকে ২ ভাগে সাজান হয়েছে।বাংলাদশ বিষয়াবলী ১৫ টি  এবং আন্তর্যাতিক বিষয়াবলী ১৫ টি ।



১।।প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ীর নাম?

মুসা ইব্রাহিম,২০১০ সালের ২৩ মে

২। দ্বিতীয় বাংলাদেশী এভারেস্ট বিজয়ীর নাম?

এম এ মুহিত

৩।তামাবিল সীমান্ত কোথায় অবস্থিত?

সিলেটের গোয়াইন ঘাটে

৪। তামাবিল সীমান্ত এর সাথে ভারতের কোন শহর অবস্থিত?

ডাউকি

৫।BTRC পূ্র্ণ রূপ?

Bangladesh Telecommunication Regulatory Commission

৬। BTRC প্রতিষ্ঠিত হয়?

১৬ এপ্রিল ২০০১

৭।বাংলাদেশের সবচেয়ে বড় রেল ওয়ে কারখানা কোথায়?

সৈয়দপুর,১৮৭০ সালে

৮।বাংলাদেশের white gold?

চিংড়ি

৯।বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?

৩২ টি

১০।ভারত ও মায়ানমার এর সাথে সীমান্তবর্তী জেলা কয়টি?

৩০ ও ৩টি

১১। বাংলাদেশের কোন জেলার সাথে ২ দেশেরই সীমান্ত আছে?

রাঙ্গামাটি

১২।মিয়ানমারের সাথে বাংলাদেশের কোন ৩ টি জেলার সীমান্ত আছে?

 রাঙ্গামাটি,খাগরাছরী,বান্দরবন

১৩।সোনালিকা ও আকবর কিসের নাম?

 গমের নাম

১৪।'আলোকিত মানুষ চায়' কার স্লোগান?

বিশ্ব সাহিত্য কেন্দ্র

১৫।'বিশ্ব সাহিত্য কেন্দ্র' প্রতিষ্ঠিত হয়?

১৯৮২ সালে

১৬।জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের প্রথম মুসলিম রাস্ট্র?

ইন্দোনেশিয়া, ২য় পা্কিস্তান

১৭।রেড ক্রসের সদর দপ্তর?

জেনেভা

১৮।রেড ক্রস প্রতিষ্ঠিত হয়?

১৮৬৩

১৯। জুলিয়াস সিজার কেন বিখ্যাত?

রোমান সম্রাট 

২০। পূর্ব তিমুরের রাজধানী?

দিলি

২১।পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে?

ইন্দোনেশিয়ার কাছ থেকে ২০ মে ২০১২

২২।তিব্বতের রাজধানী?

লাসা

২৩।নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমান কোন দেশের নাগরিক?

ইয়েমেন

২৪।আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর কে যুক্ত করেছে?
পানামা খাল

২৫।ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে?

সুয়েজ খাল

২৬।গ্রীনল্যান্ড এর মালিকানা?

ডেনমার্ক

২৭।'গ্রেট হল' কোথায়?

 চীন

২৮।হোয়াইট হল কোথায়?

লন্ডন

২৯।ইন্ডিপেনডেন্স হল কোথায়?

যুক্তরাষ্ট্র

৩০।তাস কোন দেশের সংবাদ সংস্থা?

রাশিয়া

 বি সি এস প্রিলি সাধারণ জ্ঞান মডেল টেস্ট ২




ভুল হতে পারে এটাই স্বাভাবিকতাই কোন প্রকার সমস্যা হলে বা ভুল হলে মন্তব্য করুনঅন্যান্য পাঠকগণদের জানার সুযোগ করে দিন






ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More