২২.৩.১৩

31 th BCS Preli question and answer|বি সি এস প্রিলি সাধারণ জ্ঞান মডেল টেস্ট ২

আজকে আমরা দেখব ৩১ তম বি সি এস সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও সমাধান।


১।বাংলাদেশের লোক শিল্প যাদু ঘর অবস্থিত-সোনার গাঁ

২।জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট ১৯৯৪ অনু্যায়ী জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান-৯ম

৩।ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়-১৯২১ সালে

৪।সরকারি কর্ম কমিশন গঠিত হয়-১৩৭ তম অনুচ্ছেদ অনুযায়ী


৫।বাংলা সাল গননা শুরু করেন-আকবর


৬।গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোক সঙ্গীত-চাঁপাইনবাবগঞ্জ

৭।বাংলাদেশের উপজাতীয় প্রতিষ্ঠান আছে-৮টি

৮।রেল পথে ঢাকা থেকে খুলনার দুরুত্ব-৬২৭ কিমি

৯।কোন দেশ থেকে বাংলাদেশ সবচেতে সাহায্য পায়-জাপান

১০।বাংলাদেশ কত সাল থেকে শান্তি রক্ষয়া বাহিনীতে কাজ করছে-১৯৮৮।জানা প্রয়োজোন/মন্তব্য করুন

১১।হাজার হ্রদের দেশ-ফিনল্যন্ড

১২।পূর্বে কোন দেশ শ্যামদেশ নামে পরিচিত ছিল-থাইল্যান্ড

১৩।হারারে এর পূর্ব নাম কি-সলসব্যারী

১৪।ফরাসী বিপ্লব সংগঠিত হয়-১৭৮৯ সালে

১৫।কার্ল মার্কস মৃত্যু বরণ করেন-যুক্তরায্যে

১৬।আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন-জহির শাহ

১৭।স্বাধিন ফিলিস্তিনি রাস্ট্রকে প্রথম কোন দেশ স্বীকৃতি দান করে-আলজেরিয়া

১৮।লাইন অফ কন্ট্রোল কোন ২টি রাষ্ট্রের মধ্যে সীমান্তবর্তি রেখা চিন্হিত করে-ভারত ও পাকিস্তান

১৯।মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিণী নেই-কোষ্টারিকা

২০।সবচেয়ে বেশি গম উৎপাদনকারী দেশ-চীন

৩০ তম বি সি এস প্রিলি সাধারণ জ্ঞান 




ভুল হতে পারে এটাই স্বাভাবিক।তাই কোন প্রকার সমস্যা হলে বা ভুল হলে মন্তব্য করুন।অন্যান্য পাঠকগণদের জানার সুযোগ করে দিন।


ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More