২০.৩.১৩

অনলাইনে পি এন জি (PNG) ইমেজের সাইজ ছোট করবেন কিভাবে

ইমেজ ব্যাবহারের জন্য আমরা বিভিন্ন ফরমেট ব্যাবহার করে থাকি যেমন জে পি জি(JPG),পি এন জি (PNG) ,গিফ (GIF) ইত্যাদি।এর মধ্যে জে পি জি(JPG) ফরমেটের ইমেজ বহুল প্রচলিত।আর হাই কোয়ালিটি ইমেজ হল পি এন জি (PNG) ফরমেট এবং এর সাইজ অনেক বড় হয়।এ ধরনের পি এন জি (PNG) ফরমেটের ইমেজকে ছোট সাইজে আনার জন্য কিছু ডেক্সটপ অ্যাপলিকেশন আছে আর আপনি যদি এসব সফটোয়ার ইন্সটল না করে অনলাইনে পি এন জি (PNG) ইমেজের সাইজ কমিয়া আনতা চান তাহলে ব্যাবহার করতে পারেন TinyPNG  






 আপনার  পি এন জি (PNG) ইমেজের সাইজের উপর নির্ভর করে এটি অটোমেটিকভাবে কমিয়া আনতে পারেন এটির সাইজ।এটি ২৪ বিটের পি এন জি (PNG) ইমেজকে কমিয়া আনতে পারে ৮ বিটে কোন প্রকার ট্রান্সপারেন্সি অথবা কোন প্রকার প্রভাব না ফেলে।

TinyPNG  ব্যাবহার করা খুবই সহজ।আপনাকে কোন প্রকার সাইন আপ করতে হবে না।এই সাইটে যাবেন এবং আপনার পি এন জি (PNG) ইমেজ আপলোড করবেন অথবা ড্রাগ করতে পারেন।আপনি একসাথে ২০ টি সাইল আপ লোড  করতে পারেন। 




এর পরে এটি কনভার্সন হতে থাকবে।


 এর পরে অপটিমাইযড সাইজ দেখাবে ডাউন লোড লিঙ্ক সহ।এখান থেকে আপনার নতুন ইমেজ ডাইউনলোড করে নিতে পারেন।







ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More