ওয়ালটন ইতিমধ্যে বাংলাদেশের মোবাইল বাজারে বিশেষ করে এ্যান্ডয়েড মোবাইল বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।এজন্য আমরা ওয়ালটন কোম্পানিকে ধন্যবাদ জানায়।তাদের এই জনপ্রিয়তার পেছনে আছে ওয়াল্টন প্রিমো সিরিজের ৪ টি সেট Walton Primo R1 ,G1 ,G2 F1 ।এই মোবাইল গুলো বাংলাদেশের মানুষ লুফে নিয়েছে।তাদের অন্যতম প্রতিযোগী হল সিম্ফনি।যায় হোক,ওয়ালটন তাদের নতুন কয়েকটা মোবাইলের ঘোষনা দিয়েছে তার মধ্যে Walton Primo N1 এর কথা আপনাদের না জানালেই নয়।এর কনফিগারেশন দেখলে আপনার অবশ্যই মনে হবে Samsung Galaxy Grand DUOS, Micromax A110 Canvas 2 এবং Symphony Xplorer W90 এর কথা।
এই মোবাইলটির রিভিউ লেখা এই মুহুর্তে সম্ভব না হলেও এর স্পেসিফিকেশন আপনাদের জানিয়ে রাখি।সবচেয়ে বড় বিষয় হল মোবাইলটির ডিসপ্লে ৫.৩ ইঞ্চি।যেখানে Micromax A110 Canvas 2 এর ডিসপ্লে ৫ ইঞ্চি।তাও আবার ক্যাপটেটিভ টাচ স্ক্রীন।এ তো গেলো আপনার ডিসপ্লে ,৮ মেগা পিক্সেল ক্যামেরা!সাথে ১ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা।Micromax A110 Canvas 2 এর ক্যামেরা ৮ মেগা পিক্সেল।আরো একটা মজার বিষয় হল এর মাধ্যমে আপনি ভিডিও কল করতে পারবেন অর্থ্যাৎ ৩ জি সাপোর্ট করবে।
অসাধারণ দেখতে মোবাইলটি অন্য যে কোন ব্রান্ডের মোবাইলের সাথে তুলনা যোগ্য।
ভুলেই গিয়েছিলাম যে এটি এ্যন্ড্রয়েড 4.1.2 (Jelly Bean) চালিত।1.2 GHz Cortex A7 কোয়াড কোর প্রসেসর এবং ১ গেগাবাইট র্যাম।আর বিভিন্ন অ্যাপ্লিকেশন তো আছেই।
দাম সম্পর্কে এখনো কিছু জানা যায় নি। আপনার কি মনে হয়?
এই মোবাইলটির রিভিউ লেখা এই মুহুর্তে সম্ভব না হলেও এর স্পেসিফিকেশন আপনাদের জানিয়ে রাখি।সবচেয়ে বড় বিষয় হল মোবাইলটির ডিসপ্লে ৫.৩ ইঞ্চি।যেখানে Micromax A110 Canvas 2 এর ডিসপ্লে ৫ ইঞ্চি।তাও আবার ক্যাপটেটিভ টাচ স্ক্রীন।এ তো গেলো আপনার ডিসপ্লে ,৮ মেগা পিক্সেল ক্যামেরা!সাথে ১ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা।Micromax A110 Canvas 2 এর ক্যামেরা ৮ মেগা পিক্সেল।আরো একটা মজার বিষয় হল এর মাধ্যমে আপনি ভিডিও কল করতে পারবেন অর্থ্যাৎ ৩ জি সাপোর্ট করবে।
অসাধারণ দেখতে মোবাইলটি অন্য যে কোন ব্রান্ডের মোবাইলের সাথে তুলনা যোগ্য।
ভুলেই গিয়েছিলাম যে এটি এ্যন্ড্রয়েড 4.1.2 (Jelly Bean) চালিত।1.2 GHz Cortex A7 কোয়াড কোর প্রসেসর এবং ১ গেগাবাইট র্যাম।আর বিভিন্ন অ্যাপ্লিকেশন তো আছেই।
দাম সম্পর্কে এখনো কিছু জানা যায় নি। আপনার কি মনে হয়?
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন