Micromax Canvas 2 A110 স্মার্টফোনটি প্রথম বাজারে আসে ২০১২ সালের নভেম্বর মাসে এবং বেশ জনপ্রিয়তা পায় এর প্রতিযোগীতামূলক দামের কারণে।ব্যাতিক্রমধর্মী দেখতে Micromax Canvas 2 A110 এর ঠিক আগের ভার্সন বা পূর্বপুরুষ হল Micromax Superphone Canvas A100।
৫ ইঞ্চি ডিসপ্লে মানে বেশ বড় ডিসপ্লে সমৃদ্ধ যার রেজুলেশন 480x854 ।ডুয়াল সিম ফোন এবং অপারেটিং সিস্টেম এ্যন্ড্রয়েড ৪.০.৪ আইসক্রীম স্যান্ডুইচ।আপনি অবশ্য এটাকে জেলিবিন এ আপডেট করে নিতে পারবেন।1 GHz ডুয়াল কোর মিডিয়াটেক প্রসেসর এবং ৫১২ মেগাবাইট র্যাম।৪ জিবি ইন্টারনাল মেমরি এবং ৩২ জিবি পর্যন্ত বারিয়ে নেওয়া যাবে মাইক্র এসডি কার্ডের মাধ্যমে।
রিয়ার ক্যামেরা ৮ মেগা পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা আছে যার মাধ্যমে আপনি ভিডিও কল করতে পারেন।
ব্যাটারি লাইফ মূলত নির্ভর করবে আপনার ব্যাবহার উপরে।আপনি যদি মোটামুটি ভাবে ম্যাসেঞ্জার,ফেসসবুক ইত্যাদি ব্যাবহার করেন তাহলে বেশ ভালভাবেই ১ দিন যাবে বলে আশা করা যায়।অফিসিয়ালি ভাবে এটি Li-Ion, 2000 mAh ব্যাটারি বহন করে ,৫ ঘন্টা টক টাইম এবং ১৮০ ঘন্টা স্ট্যান্ডবাই।
বিবেচনা করার মত কোন সমস্যা না থাকলেও সেটটির সাইজ আপনার সাথে নাও যেতে পারে।তারপর ও এই দামে এই কনফিগারেশনের সেটের জন্য একটু কিছু ত্যাগ করা দোষের কিছু নয়।
স্পেসিফিকেশনস
TechnologyTechnology / Frequency Bands GSM : 850/900/1800/1900 MHz HSDPA : 900/1900/2100 MHzBatteryType Li - Po Capacity 2000 mAh Standby 180 hours Talktime 300 minsBuiltDimensions 144x74x10.7 mm Weight 168 g Form Factor bar Colors Black and WhiteDisplaySize pixels Type color : TFT Colors 16000000 colors Secondary Display noCamera / Imaging / VideoCamera Yes 8.1 MP Resolution 3264x2448 pixels Zoom yes Flash yes Secondary Camera yesSecondary CameraFlash noConnectivityBluetooth Yes Irda No Wlan/Wi-fi Yes USB yes GPS yesDataGPRS Yes EDGE Yes 3G Yes Internet Browsing Yes , Android Webkit browserMediaAudio Playback Yes Video Playback Yes Ringtones 64 polyphonic MP3/MIDI/WAV/AMR FM Radio Yes 3.5mm Headphone Jack yesMemoryInbuilt 4 GB Memory Slot Yes microSD/TransFlashMessagingSMS Yes MMS Yes Email YesSoftwareOperating System Android 4.0
দামঃ১৪৯৯৯ টাকা(mobilemaya.com
bdsource.com)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন