বিভিন্ন ওয়াব সাইটে আপনি দেখে থাকবেন তাদের ভিজিটরের সাথে যোগাযোগের জন্য Contact ফর্ম ব্যাবহার করে থাকে।আপনও ইচ্ছা করলে আপনার সাইটে খুব সহজেই যুক্ত করতে পারেন Contact ফর্ম।
ইন্টারনেটে অনেক সাইট আছে যারা ফ্রীতে আপনার সাইটের জন্য Contact ফর্ম সরবরাহ করে।এইচ টি এম এল বা জাভা দিয়েও বানানো যায়।তবে আমরা আজ দেখব kontactr.com/ এর সাহায্যে কিভাবে আপনার ব্লগের জন্য Contact ফর্ম বানানো যায়।এর মাধ্যমে ভিজিটর আপনার মেইল এ্যড্রেস দেখতে পারবে না এবং আপনার মেইল এর প্রাইভেসি বজায় থাকবে।
kontactr.com এর সুবিধা?
প্রথমত এটা ফ্রী।এর মাধ্যমে আপনি ২ ধরনের ফর্ম বানাতে পারেন
১।অ্যাজাক্স উইডগেট
এটা উইডগেট আকারে আপনার সাইটে দেখাতে পারেন।এটা সবসময় আপনার সাইটে দেখা যাবে।
২।বাটন
৩ ধরনের বাটন আছে।
এই বাটন গুলো আপনার সাইটে যে কোন স্থানে বসাতে পারেন।ভিজিটর ক্লিক করলে পপ আপ আকারে নিচের ছবির মত আকারে দেখা যাবে।এটা ব্যাবহার করলে আপনার সাইটের স্পেস নস্ট হবে না।
তার থেকে মজার বিষয় হল বাটন গুলোর টেক্সট লিঙ্ক আছে।আপনার পোস্টের মধ্যে লিঙ্ক দিতে দিতে পারেন।ভিজিটর লিঙ্কে ক্লিক করলে আগের ছবির মত পপ আপ আকারে দেখা যাবে।
কিভাবে সেট করবেন?
এই লিঙ্কে যান।একটা এ্যকাউন্ট খুলুন।মনে রাখবেন,এই মেইল এ্যড্রেসে আপনার ভিজিটরের পাঠানো মেইল গুলো জমা হবে।আপনার মেইল খুলে ভেরিফাই করুন এবং আপনার পছন্দ অনু্যায়ী উইডগেট বা বাটন নিয়ে নিন।ব্লগার হলে নতুন গ্যাডগেট যুক্ত করুন।
এখন থেকে আপনার ভিজিটরের পাঠানো মেইল গুলো আপনার মেইল এ্যড্রেসে জমা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন