২০.৩.১৩

ফেসবুকে যে কোন গ্রুপ থেকে নিজেকে আলাদা করবেন কিভাবে

ফেসবুক বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোসাল মিডিয়া সাইট।ফেসবুকের বিভিন্ন ফিচার আমাদের সামাজিক যোগাযোগের জন্য অত্যন্ত জনপ্রিয়।এর মধ্যে ফেসবুক গ্রুপ বর্তমানে খুব বেশি ব্যাবহৃত হচ্ছে।যে কেউ ইচ্ছা করলে আপনাকে তার গ্রপে যোগ করতে পারে ,যেখানে আপনার ইচ্ছা থাকুক আর না থাকুক।আসুন কিভাবে এসকল গ্রুপ থেকে কিভাবে নিজেকে মুছে ফেলবেন।




আপনার ফেসবুক এ্যকাউন্টে প্রবেশ করার পরে গ্রুপ এ যান।এর পাশে “more” বাটনে ক্লিক করুন।যার ফলে আপনি আপনার সকল গ্রুপ সম্পর্কে অবগত হবেন।


গ্রুপে প্রবেশ করার পরে কভার ফটো এর নিচে গিয়ার আইকনে ক্লিক করুন ।যে মেনু আসবে সেখান থেকে “Leave Group.” এ ক্লিক করুন।



একটা নতুন বক্স আসবে।যদি আপনি চেক বক্সে টিক দেন তাহলে ভবিষ্যতে তারা আপনাকে তাদের গ্রুপে যোগ করতে পারবেনা কিন্ত্য আপনি ভবিষ্যতে ইচ্ছা করলে গ্রুপে যোগ দিতে পারবেন।

আপনি ইচ্ছা করলে গ্রুপের নামে রিপোর্ট করতে পারেন।



সব শেষে “Leave Group” বাতনে ক্লিক করুন এবং আপনি এই গ্রুপে আর থাকবেন না।







ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More