অনেক জনপ্রিয় ওয়েবসাইট আছে যেখানে শুধু মাত্র কোন নিদৃষ্ট দেশের ভিজিটর প্রবেশ করতে পারে।যেমন কদিন আগে আমাদের দেশে ইউটিউব বন্ধ ছিল।এ ধরনের সমস্যা হলে আপনার কি করার?দেখে নেওয়া যাক তাহলে,কিভাবে ব্লক করা ওয়েবসাইটে প্রবেশ করবেন।
ফ্রী অনলাইন প্রক্সি সাইটঃ
আপনি যদি গুগলে প্রক্সি সাইট লিখে সার্চ দেন আপনি অনেক গুলো প্রক্সি সাইটের লিস্ট পেয়ে যাবেন।এই সাইট গুলো ব্যাবহারের সুবিধা হল আপনি শুধু মাত্র আপনার ব্রাউজার ব্যাবহার করেই প্রবেশ করতে পারবেন,কোন সফটওয়ার ইন্সটল করা লাগবে না।
বহুল প্রসচলিত প্রক্সি সাইটঃ
এই সকল সাইটে ঢোকার পরে ব্লক সাইটের এ্যড্রেস লিখে প্রবেশ করতে পারেন।এটা কাজ করবে কারণ তারা মনে করবে এটা অন্য দেশের আই পি এ্যড্রেস।বেশির ভাগ প্রক্সি ইউ কে অথবা ইউ এস এর।
ফ্রী প্রক্সি সফটওয়ারঃ
এটআ অনেকটা অনলাইন প্রক্সি সাইটের মত কাজ করে তবে এটা আপনাকে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। অন্য সুবিধা হল,অনলাইন প্রক্সি সাইটে আপনার ব্যাবহারের উপর লিমিটেশন থাকে কিন্তু ফ্রী সফটওয়ারে অনেক বেশি সুবিধা থাকে।
প্রচলিত কিছু ফ্রী প্রক্সি সফটওয়ারঃ
VPN কাজ করে ইন্টারনেটের মতই।আপনি আপনার নিজের ইন্টারনেট কানেকশন দিয়ে VPN এ যুক্ত হবেন এবং VPN ব্লক ওয়েব সাইট গুলোতে প্রবেশ করবে।ইন্টারনেটে ফ্রী VPN সার্ভিস আছে।আপনাকে ব্রাউজার বা ইন্সটল করে ব্যাবহার করতে হবে।কিছু প্রচলিত ফ্রী VPN হল ProXPN, OpenVPN and HotSpotShield.
গুগল কেচঃ
গুগল ওয়েব পেজ ইন্ডেক্স করার সময় এক কপি কেচে রেখে দেয়।এখান থেকে আপনি প্রবেশ করতে পারেন।ব্লক ওয়েব সাইট গুগুলে সার্চ দেন ।যদি কেচ সহ লিঙ্ক থাকে তাহলে প্রবেশ করতে পারবেন।
ফ্রী অনলাইন প্রক্সি সাইটঃ
আপনি যদি গুগলে প্রক্সি সাইট লিখে সার্চ দেন আপনি অনেক গুলো প্রক্সি সাইটের লিস্ট পেয়ে যাবেন।এই সাইট গুলো ব্যাবহারের সুবিধা হল আপনি শুধু মাত্র আপনার ব্রাউজার ব্যাবহার করেই প্রবেশ করতে পারবেন,কোন সফটওয়ার ইন্সটল করা লাগবে না।
বহুল প্রসচলিত প্রক্সি সাইটঃ
এই সকল সাইটে ঢোকার পরে ব্লক সাইটের এ্যড্রেস লিখে প্রবেশ করতে পারেন।এটা কাজ করবে কারণ তারা মনে করবে এটা অন্য দেশের আই পি এ্যড্রেস।বেশির ভাগ প্রক্সি ইউ কে অথবা ইউ এস এর।
ফ্রী প্রক্সি সফটওয়ারঃ
এটআ অনেকটা অনলাইন প্রক্সি সাইটের মত কাজ করে তবে এটা আপনাকে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। অন্য সুবিধা হল,অনলাইন প্রক্সি সাইটে আপনার ব্যাবহারের উপর লিমিটেশন থাকে কিন্তু ফ্রী সফটওয়ারে অনেক বেশি সুবিধা থাকে।
প্রচলিত কিছু ফ্রী প্রক্সি সফটওয়ারঃ
- FreeProxy
- GappProxy
- X-Proxy
VPN কাজ করে ইন্টারনেটের মতই।আপনি আপনার নিজের ইন্টারনেট কানেকশন দিয়ে VPN এ যুক্ত হবেন এবং VPN ব্লক ওয়েব সাইট গুলোতে প্রবেশ করবে।ইন্টারনেটে ফ্রী VPN সার্ভিস আছে।আপনাকে ব্রাউজার বা ইন্সটল করে ব্যাবহার করতে হবে।কিছু প্রচলিত ফ্রী VPN হল ProXPN, OpenVPN and HotSpotShield.
গুগল কেচঃ
গুগল ওয়েব পেজ ইন্ডেক্স করার সময় এক কপি কেচে রেখে দেয়।এখান থেকে আপনি প্রবেশ করতে পারেন।ব্লক ওয়েব সাইট গুগুলে সার্চ দেন ।যদি কেচ সহ লিঙ্ক থাকে তাহলে প্রবেশ করতে পারবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন