১০.৩.১৩

ফেসবুকের নতুন নিউজ ফিড

কিছুদিন আগে আপনাদের জানিয়ে ছিলাম বড় ধরনের পরিবর্তন আসতে পারে ফেসবুকে।আজ আমরা আপনাদের জানাব ফেসবুকের নতুন ফীড সম্পর্কে।







৭ মার্চ ২০১৩ ফেসবুকে অফিসিয়ালি এই পরিবর্তন আনে।যদিও এটি সকল ব্যাবহারকারীর কাছে এই সুবিধা পৌছায়নি।

নতুন ফীড এ আপনি লগ ইন করার পরেই দেখতা পাবেন নতুন আপডেট গুলো বেশ বড় আকারের ছবি সহ আসবে এবং আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা ফীড।মার্ক জুকারবার্গ বলেছেন,এটি হবে অনেকটা ব্যাক্তিগত পত্রিকার মত।একটা ফ্রন্ট পেজ থাকবে কিন্তু বিভিন্ন টপিক্স আপনার সামনে আসতে থাকবে।

নতুন ডিজাইন হবে অনেকটা জনপ্রিয় নিউজ সাইট  Flipboard এবং  News 360   এর মত।জুলিও জুহ, ডাইরেক্টর অফ ডিজাইন জানিয়েছেন,বড় ছবি গুলো ফীড এ থাকবে এবং টেক্সট আপডেট গুলো এর উপরে ভাসতে থাকবে।

ফিড গুলো নিজের মত করে সাজান জাবে।যেমন, বন্ধুর সিংগেল পোস্ট ,ছবির জন্য,মিউজিকের জন্য ইত্যাদি।

এখান থেকে দেখে আসতে পারেন নতুন ডিজাইন এবং সার্ভিসটি পাবার জন্য অপেক্ষমান তালিকায় নিজের আই ডি টাও দিয়ে আসতে পারেন।





ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More