সার্চ জায়ান্ট
গুগল বের করেছে গুগল গ্লাস।তবে তা এখনও পূর্ণাঙ্গরূপে বাজারে ছাড়েনি গুগল।বাজারে ছাড়ার
কথা আছে ২০১৪ এর প্রথম দিকে বা ২০১৩ এর শেষের দিকে।আজকে আমাদের ফিচার টেকের আয়োজন গুগল
গ্লাস।আসুন দেখে নেয়া যাক কি আছে এই গুগল গ্লাসে।
গুগল গ্লাস গুগলের
বানানো অত্যাধুনিক চশমা।এই চশমার ডান দিকের কাচে একটি ছোট ডিসপ্লে আছে যা একটি স্মার্টফোনের
ডিসপ্লে হিসাবে কাজ করে।সাথে আছে মাইক্রফোন ,ক্যামেরা এবং জিপিএস ।অত্যন্ত মজার বিষয়
হল এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড চালিত এবং স্মার্টফোনের প্রায় সব কাজই করা যাবে এই গুগল
চশমার মাধ্যমে।এটি আপনার কন্ঠের মাধ্যমে কমান্ড দিয়ে চালনা করা হয়।আপনি যদি কোন কিছু
সার্চ করতে চান তাহলে শুধূ মাত্র মুখে বলে সার্চ দিলেই হবে।আর ও একটা বড় সুবিধা হল
আপনি যে কোন কাজ করতে করতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন,আপনার হাত দিয়ে ক্যামেরা অপারেট
করতে হবে না।
এত কিছুর পর ও
কিছু সমস্যা থেকেই যায়।অনেকে মনে করছেন গুগলের অর্থ আয়ের নতুন পথ এটি।কারণ আমরা জানি
গুগল বিজ্ঞাপনের মাধ্যমে সবচেয়ে বেশি আয় করে।আপনার চোখের সামনে বিজ্ঞাপন ভাসিয়ে আয়
করার নতুন ধান্দা হতেই পারে ।
বর্তমানে গুগল
গ্লাসের দাম ১৫০০ ডলার থাকলেও ভবিষ্যতে আরো কম মূল্যে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন