আগের পর্বে আমরা বলেছিলাম ফ্রী পেজ বানিয়ে কিভাবে ব্যাক লিঙ্ক বানান যায় তা আলোচোনা হবে এই পর্বে।কিছু সাইট আছে যার মাধ্যমে আপনি বিভিন্ন সাইটে ফ্রী পেজ বানাতে পারেন।এই পেজ বানানোর ফলে আপনি কিছু ব্যাক লিঙ্ক পেয়ে যাবেন ফ্রীতে।আসুন তাহলে দেখা যাক।
নিচে আমরা কিছু সাইটের লিঙ্ক দিয়েছি।আসব সাইটে প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন কি করতে হবে।আপনার সাইটের প্রধান এ্যড্রেস দিয়ে সাবমিট করবেন এবং বিভিন্ন সাইটে আপনার পেজ তৈরি হতে থাকবে।এদের মধ্যে কোন সাইট হাই পেজ র্যাঙ্কের আবার কোনটা লো পেজ র্যাঙ্কের।কিছু ব্যাক্লিঙ্ক পাবেন ডুফলো আবার কিছু নোফলো।তার পরেও এর মাধ্যমে আপনি দেখবেন যে আপনার সাইট খুব দ্রুত সার্চ ইঞ্জিন ক্রল করছে এবং ইনডেক্স করছে।এক দিনে সব সাইটে পেজ না বানিয়া ৪-৫ দিন পর পর বানাতে পারেন।
IMtalk:
এর মাধ্যমে আপনি ৩০০০ এর বেশি পেজ বানাতে পারবেন এবং পিং হয়ে যাবে।
a2zSEO:
এর মাধ্যমে আপনি ২৯০০ এর বেশি পেজ বানাতে পারবেন।
Backlink Generator:
তাদের মতে এর মাধ্যমে আপনি ৩০০ এর বেশি ব্যাক লিঙ্ক পাবেন।তবে আমরা নিশ্চিত করে বলতে পারলাম না।
Index king:
এখানে আপনি পেজ বানিয়ে শেষ করতে পারবেন না বলে আশা করা যায়।
আজকে এ পর্যন্ত।আপনারা কেউ যদি এমন আরো সাইটের নাম জানেন দয়া করে মন্তব্য করে শেয়ার করুন আমাদের সাথে।অথবা আপনিও লিখুন আমাদের সাথে ।
ধন্যবাদ।
পরবর্তি টিউটোরিয়াল
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন