আগের বছরে HTC অসাধারণ ২ টা স্মার্টফোন বাজারে ছেড়েছিল HTC One X এবং HTC One X+ ।এবছর তারা আরো একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে এবং যাকে বলা হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন।আমাদের আজকের রিভিউ অন HTC One
বর্তমানে ফোনটি অফিসিয়াল ভাবে বাংলাদেশে আসে নি।তাই দাম সম্পর্কে কিছু বলতে পারলাম না।কেউ কিছু জানলে দয়া করা জানাবেন।
আপনি হয়ত একটু অবাক হলেন যে সবার
প্রথমে স্যামসাং গ্যালাক্সী,আপেলের আই ফোন,নোকিয়া লুমিয়া বা সনির এক্সপেরিয়া সিরিজের
সেট বাদ দিয়ে কেন HTC ONE এর কথা সবার আগে বলছি।
এর প্রধান কয়েকটি কারণ আছে,এর
মধ্যে এর ক্যামেরা,ডিসপ্লে এবং সাউন্ড সিস্টেম যা HTC ONE কে অন্য স্মার্টফোন গুলো
থেকে আলাদা করেছে।
প্রথমেই আসি ডিসপ্লে, ৪.৭ ইঞ্চি
ডিসপ্লে তাও আবার সুপার LCD এবং Full HD ডিসপ্লে।আপনি
হয়ত ভাবছেন এত ভাল ডিসপ্লে দিয়ে কি করবেন?এর মাধ্যমে আপনি উপভোগ করতে পারবেন উচ্চমানের
HD ভিডিও।আর আপনি যদি গেম খেলতে
পছন্দ করেন সেখানেও সুবিধা পাবেন।আপনার এই দামী ডিসপ্লেতে যে কোন প্রকার দাগ প্রতিরোধ
করার জন্য আছে corning gorilla glass 2 ।
আবার আসি ক্যামেরাতে ,রিয়ার ক্যামেরা
হিসাবে আছে Ultra Pixel Camera ।এটি কোন সন্দেহ ছাড়াই আপনার ডিজিটাল ক্যামেরার অভাব পূরণ করবে।আপনি
Full HD ভিডিও করতে পারবেন ৩০ ফ্রেম/সেকেন্ড।ফ্রন্ট
ক্যামেরাও একেবারে খারাপ না ২ মেগাপিক্সেল ক্যামেরা।
আর বলছিলাম সাউন্ডের কথা, হা
গান শোনার জন্য আপনার অভিজ্ঞতাকে ভিন্ন মাত্রা দিবে এর Beats Audio enhancement সুবিধা।
স্মার্টফোনটিতে আছে ২ গেগাবাইট
র্যাম।প্রসেসর হিসাবে আছে Qualcomm Quad-core ১.৭ GHz প্রসেসর।আপনি যদি গেম
খেলতা পছন্দ করেন তাহলে গেম খেলার জন্য বেশ সুবিধা পাবেন কারণ হল এর GPU বা গ্রাফিক্স
প্রসেসর হল Adreno 320।
অপেরাটিং সিস্টেম ডিফল্ট হিসাবে
দেওয়া আছে এ্যন্ড্রয়েড 4.1.2 এবং আপনি এটা 4.2.2 তে আপগ্রেড করতে পারবেন।ইন্টারনাল মেমোরি হল ১৬/৩২ জিবি।
আমাদের চোখে তেমন কোন সমস্যা
না থাকলেও যে কারো কাছে এটা সমস্যার কারণ হতে পারে ,কারণ এর মেমোরি এক্সপ্যান্ড করা
যায় না।
আর ব্যাটারী হল ২৩০০mAh
বর্তমানে ফোনটি অফিসিয়াল ভাবে বাংলাদেশে আসে নি।তাই দাম সম্পর্কে কিছু বলতে পারলাম না।কেউ কিছু জানলে দয়া করা জানাবেন।