২৩.২.১৩

খুব সহজেই আপনার ব্লগে যুক্ত করুন ৮ বাটনের ফ্লোটিং শেয়ারিং বাটন

সার্চ ইঞ্জিন ছাড়া ব্লগের ভিজিটর বারানোর অন্যতম উপায় হল সোসাল মিডিয়া।এজন্য ব্লগে আপনার ভিজিটর যেন শেয়ার করার যথেষ্ঠ সুযোগ পায় সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমান যুগে শুধু সার্চ ইঞ্জিনের উপর নির্ভর করলে ভিজিটর বারানো যাবে না।এখন একটা পোষ্টকে সার্চ  ইঞ্জিনের প্রথম পেজে আনা বেশ কঠিন।তাই আপনার উচিত হবে সোসাল মিডিয়ার সর্বচ্চ ব্যাবহার করা।


সোসাল শেয়ারিং করার জন্য অনেক ধরনের উইডগেট আছে।কোনটা পোস্ট  এর উপর বা নিচে,সাইডবারে অথবা পপ আপ শেয়ারিং বাটন।এর মধ্যে ফ্লটিং শেয়ারিং বাটন একটূ আলাদা,প্রথমত এটা আপনার ব্লগের কোন স্পেস নস্ট করেনা।দ্বিতীয়ত,পপ আপ বাটনের মত ভিজিটরের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় না।

আমি আজ আপনাদের সাথে যে বাটন নিয়ে কথা বলছি তা ৮টা পপুলার সোসাল শেয়ারিং বাটন দ্বারা তৈ্রি।বাটন গুলো হল  

"Facebook", "Twitter", "linkedin", "Reddit", "Googleplus", "Delicious", "pinterest", "Email" and  "Sharethis.


 তার চেয়ে বড় কথা হল আপনি খুব সহজেই  এটি আপনার ব্লগে যুক্ত করতে পারেন ।

আপনার ব্লগারের লগ ইন করেন।টেমপ্লেট এ ক্লিক করুন এবং এডিট html.

crt+f চাপুন।একটা সার্চ বার পাবেন ।নিচের কোডটা দেন এবং সার্চ করুন।


</head>
উপরের কোড এর ঠিক উপরে নিচের কোডটা বসান এবং সেভ করুন টেমপ্লেট।

<script type="text/javascript">var switchTo5x=true;</script>
<script type="text/javascript" src="http://w.sharethis.com/button/buttons.js"></script>

<script type="text/javascript" src="http://s.sharethis.com/loader.js"></script>
 
এবার লে আউটে যান এবং একটা নতুন গেডগেট যুক্ত করুন।নিচের কোড টুকু গেডগেটএর মধ্যে দিন এবং সেভ করুন।



<script type="text/javascript">stLight.options({publisher: "c117a274-6da3-437e-8e5b-63a46ebfe6af"});</script>
<script>

var options={ "publisher": "c117a274-6da3-437e-8e5b-63a46ebfe6af", "position": "left", "ad": { "visible": false, "openDelay": 5, "closeDelay": 0}, "chicklets": { "items": ["facebook", "twitter", "linkedin", "reddit", "googleplus", "delicious", "pinterest", "email", "sharethis"]}};

var st_hover_widget = new sharethis.widgets.hoverbuttons(options);

</script>

কোড গুলো ডাউনলোড করুন।

শেয়ারিং বাটনটি আপনার ব্লগের ডান দিকে ভাসতে থাকবে।

এবার আপনার ব্লগটা দেখুন।



ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More