৪.৩.১৩

আপনার কম্পিউটারের গতি বারানোর ৩ টি অসাধারণ সফটওয়ার

 আমরা কম্পিউটারের গতি বারানোর জন্য নানা প্রকারের ইউটিলিটি সফট ব্যাবহার করে থাকি।এর মধ্যে কোন সফট কাজের আবার কোন সফট আপনার কম্পিউটারের ব্যাপক ক্ষতি সাধন করে।আমাদের পরীক্ষিত ৩টি ইউটিলিটি সফট যা আপনার কম্পিউটারের গতি বারাবে।এর মধ্যে অনেক সফট আছে যা আমরা অনেকেই ব্যাবহার করি এখন এই ৩ টি সফট একসাথে ব্যাবহার করেই দেখেন না।


CCleaner





একটি ফ্রীওয়ার সফট এবং ক্লিনার হিসাবে পরিচিত।এটা আপনার পিসির দরকারী না এমন ফাইল গুলোকে মুছে ফেলে এবং আপনার পিসির গতি বারানোর সাথে সাথে হার্ড ডিস্কের স্পেস বারিয়ে দেয়।তাছাড়া রেজিস্ট্রি ক্লিনার হিসাবেও কাজ করতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে।

ডাউনলোড


 ASC(Advance System Care)





ASC অসাধারণ একটি ইউটিলিটি সফট যা আপনার কম্পিউওটারের জাঙ্ক ফাইল,প্রাইভেসি,ডিফ্রাগ,রেজিস্ট্রি ক্লিন সবকিছু করবে এক ক্লিকে।আরো আছে ডিস্ক ক্লিনার,এডভান্স আনইন্সটলার,ইন্টারনেট বুস্টার ইত্যাদি।ব্যাবহার না করলে এর মজাটা বুঝতা পারবেন না।আমরা এখানে আকটা ডাউনলোড লিঙ্ক রেখেছি যদি সমস্যা হয় তাহলে ড্রপ বক্সে দিয়ে দেওয়া হবে।

ডাউনলোড




ডিফ্রাগলার



এর কাজ হল আপনার হার্ড ড্রাইভের ফাইল গুলোকে সাজানো ।এর ফলে আপনার হার্ড ড্রাইভ গুলো এখন থেকে আরো দ্রুত অপেন হবে।

ডাউনলোড



ধন্যবাদ।


ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More