২৪.২.১৩

১০ টা কিবোর্ড শর্টকাট আপনার জানা উচিত

কম্পিউটার ব্যাবহার করেন আর কিবোর্ড শর্টকাট জানেন না,তাহলে আপনিতো কম্পিউটারের মজাই পাননি।না জানলে এখনি দেখে নিন।এই কিবোর্ড শর্টকাট গুলো সচারচর ব্যাবহার করা হয়।


এখানে যে শর্টকাট দেখানো হয়েছে তা হয়ত সকলের জানা।তারপরও জারা জানেন না তারা একটু শিখে নিতে পারেন।

কিবোর্ড শর্টকাট ব্যাবহার করে  সময় সেভ করার সাথে সাথে আপনি কাজ করেও মজা পাবেন।যেমন ধরেন,কোন হাইলাইট করা টেক্সট কপি করার জন্য Ctrl +c ।এর ফলে আপনাকে মাউসের সাহায্যে রাইট ক্লিক করে কপি করতে হবে না।


Ctrl + C or Ctrl + Insert

 কোন হাইলাইট করা টেক্সট কপি করার জন্য

Ctrl + V or Shift + Insert

পেস্ট করার জন্য যা আপনি ইতিমধ্যেই কপি করেছেন।

Ctrl + Z and Ctrl + Y

কোন কিছু ভুল করে চেঞ্জ করে ফেলেছেন।undo বা আগের অবস্থায় আনার জন্য Ctrl + Z এবং redo করার জন্য Ctrl + Y ।

Ctrl + F

কোন কিছু খুজে বের করার জন্য ।

 Alt + Tab or Alt + Esc

 আমরা সাধারণত অনেক গুলো প্রগ্রাম এক সাথে খুলে রাখি।এই কিবোর্ড শর্টকাট ব্যাবহার করলে প্রগ্রাম গুলো ভাসতে থাকবে।

Ctrl + Back space and Ctrl + Left or Right arrow

 Back space আমরা সাধারণত একটা করে অক্ষর মোছার জন্য ব্যাবহার করি।এই কিবোর্ড শর্টকাট ব্যাবহার করলে একবারে একটা করে শব্দ মুছতে থাকবে।

Ctrl + S

কোন ডকুমেন্ট সেভ করার জন্য।

 Ctrl + P

কোন পেজ প্রিন্ট দেবার জন্য।

Page Up, Space bar, and Page Down

কোন ওয়েব পেজ উপরে বা নিচে সরানোর জন্য।

ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More