দাঁত আমদের শরীরের এবং সৌন্দর্যের এক অমুল্য সম্পদ।তাই এই মু্ল্যবান সম্পদটাকে টিকিয়ে রাখার জন্য আমরা কত ধরনের চেষ্টায় না করি।
আমরা সকলে জানি ভিটামিন ডি শিশুদের শরীরের হাড় মজবুত করতে সাহায্য করে।কিন্তু এর সাথে সাথে ভিটামিন ডি সুস্থ দাঁতের জন্য গুরত্বপুর্ণ ভূমিকা পালন করে তা আলাদা ভাবে গুরত্ব দেওয়া হয় নি।একটা পুরাতন গবেষণাকে পূনরায় পর্যালচনা করে দেখা যায় যে ভিটামিন ডি দাঁতের ক্ষয় ৫০ % পর্যন্ত কমিয়ে আনতে পারে।
আমরা সকলে জানি ভিটামিন ডি শিশুদের শরীরের হাড় মজবুত করতে সাহায্য করে।কিন্তু এর সাথে সাথে ভিটামিন ডি সুস্থ দাঁতের জন্য গুরত্বপুর্ণ ভূমিকা পালন করে তা আলাদা ভাবে গুরত্ব দেওয়া হয় নি।একটা পুরাতন গবেষণাকে পূনরায় পর্যালচনা করে দেখা যায় যে ভিটামিন ডি দাঁতের ক্ষয় ৫০ % পর্যন্ত কমিয়ে আনতে পারে।
এই গবেষণাটি প্রকাশিত হয় ২০১২ সালের ডিসেম্বর মাসে এবং গবেষণাটি করা হয় ২৪ টি নির্বাচিত ক্লিনিকাল ট্রায়েলের মাধ্যমে যেখানে অংশ নেয় ২ থেকে ১৬ বছরের ৩০০ জন ছেলেমেয়ে।এই গবেষণাটি করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রিয়া ,নিউজিল্যান্ড এবং সুইডেনের শিশুদের উপর।প্রধান পর্যালচনাকারী ফিলিপ হুজেল (Ph.D, DDS,
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়) জানান, অনেক মানুষের দাঁত ক্ষয় বৃদ্ধি পাবার সাথে সাথে ভিটামিন ডি এর পরিমাণ কমতে থাকে।গবেষণাটিতে বাচ্চাদের অতিবেগুনি রশ্নি,কড মাছের তেল এবং খাদ্যভাসে ভিটামিন ডি এর গুরুত্ব দিয়ে শরীরে ভিটামিন ডি এর পরিমান বৃদ্ধি করা হয়।
গবেষণাটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ভিটামিন ডি বিশেষজ্ঞ মাইকেল হলিক(Ph.D, M.D., of Boston University Medical Center) জানান,যে সকল শিশু ভিটামিন ডি অভাবে ভোগে তাদের বিভিন্ন দন্তজনিত রোগের ঝুকি বেড়ে যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন