বিশ্বের মধ্যে সেরা ইন্টারনেট ব্রাউজারের কথা বলতে গেলে ফায়ারফক্সের নাম আসবেই।ফায়ারফক্স একটা ওপেন সোর্স ব্রাউজার।ফায়ারফক্স প্রথম বের হয় ৯ নভেম্বর ২০০৪ সালে এবং ভার্সন ছিল ফায়ারফক্স ১.0 ।এখন ফায়ারফক্সের লেটেস্ট ভার্সন ফায়ারফক্স ২০.0 বেটা ১ ।
এই জনপ্রিয়তার অন্যতম কারণ হল এটি মোটামুটি সব ধরনের প্রগ্রামিং ভাষা সাপোর্ট করে এবং সঠিক ভাবে চালান যায় উইন্ডোজ,লিনাক্স,ম্যাক,এন্ড্রএড এ।তাছাড়া এটা একটা ওপেন সোর্স ব্রাউজার যা যে কেউ ব্যাবহার করতে পারে।
ফায়ারফক্সের ব্যাবহারকারীদের আরো সুবিধা দেবার জন্য ফায়ারফক্সের আছে হাজার হাজার বিভিন্ন সুবিধা সম্বলিত এড অন বা এক্সটেনশন।এই হাজার হাজার এড অন এর মধ্যে কোনটা কাজের কোনটা আবার সবার জন্য কাজে আসে না।কোনটা সাধারণ মানুষের জন্য,কোনটা ওয়েব ডেভলপারের জন্য,কোনটা লেখকের জন্য ইত্যাদি।
এমন কিছু এড অন আছে যা সব ধরনের ব্যাবহারকারীর জন্য দরকারী।এর মধ্যে অতি প্রয়োজনীয় ১০ টা এড অন নিয়ে আমদের আজকের ইন্টারনেট ।
Adblock Plus
আমরা ওয়েব পেজে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পায় যা অনেক সময় বিরক্তির কারন হয়ে দাঁড়ায়।এই এড অনের মাধ্যমে আপনি যে কোন এড অনুমোদন বা সরিয়ে ফেলতে পারেন।
English to Bangla dictionary
আমরা ইন্টারনেটে বিভিন্ন লেখা পড়ি ইংরাজীতে।মাঝে মাঝে বিভিন্ন ইংরাজী শব্দের অর্থ বুঝতে পারিনা।এই এড অন এর মাধ্যমে আপনি ওয়েব পেজের যে কোন ইংরাজী শব্দের বাংলা অর্থ বের করতে পারবেন।
Firefox Video Download Manager
ফায়ারফক্সের এই এড অনটি আপনি IDM এর বিকল্প হিসাবে ব্যাবহার করতে পারেন।এটা কাজ করে অনেকটা IDM এর মত যা যে কোন ওয়েব পেজ হতে ফ্লাশ ভিডিও স্ক্রাপ করতে পারে।
Download Statusbar
একটা অসাধারণ এড অন যা আপনার ডাউনলোডের স্ট্যাটাস দেখাবে।
Thumbnail Zoom
আমরা যারা ফেসবুকে সারাদিন বসে থাকি তাদের সুবিধার জন্য এই এড অন।এর মাধ্যমে যে কোন ছবিকে তাৎক্ষনিক ফুল সাইজ বা যুম করা যাবে।
AnyColor
এই এড অনের মাধ্যমে আপনি আপনার ফায়ারফক্সের থিম পরিবর্তন করতে পারেন।
Read It Later
কোন ওয়েব পেজ সেভ করার জন্য আমরা সাধারনত রাইট ক্লিক করে সেভ করি।এখন আপনাকে আর এভাবে সেভ করতে হবে না।শুধু মাত্র এর আইকোনটার উপর ক্লিক করলেই হবে।
WOT
এটি একটি নিরাপত্তা বিষয়ক এড অন।কোন পেজে ভাইরাস থাকলে তা আপনাকে আগাম জানাবে।
Yoono
সবচেয়ে পপুলার ফায়ারফক্স এড অন ।এর মাধ্যমে আপনি Facebook, Twitter, LinkedIn, MySpace, YouTube, GoogleBuzz, Flickr, Yammer, AIM, Yahoo IM সহ আরো কিছু সোসাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকতে পারবেন।এটা সাইড বারে ফ্লটিং আকারে থাকে।
Google Translator
বুঝতেই পারছেন এটা গুগলের ট্রান্সলেটর।বার বার Google Translator এ না গিয়ে পেজ থেকেই ট্রান্সলেট করুন।
জানিনা কি আশা করেছিলেন আর কি পেলেন,তবে আমরা চেষ্টা করেছি যা সব ব্যাবহারকারীর জন্য প্রয়োজনীয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন