১২.৩.১৩

উইন্ডোজ ৮ এর জন্য নতুন ৪টা অ্যাপস

আপনারা হয়ত অনেকেই আছেন যারা উইন্ডোজ ৮ ব্যাবহার করছেন।আপনি যদি উইন্ডোজ ৮ এর অ্যাপস স্টোর ব্যাবহার না করেন তাহলে উইন্ডোজ ৮ এর মজাই পাবেন না।এ্যন্দ্রয়েড এর মত উইন্ডোজ ৮ এর আছে অনেক অ্যাপস যা আপনার উইন্ডোজ ৮ ব্যাবহারের নতুন মাত্রা দিতে পারে।এরকমই আজ আমরা ৪টা অ্যাপস সম্পর্কে আপনাদের জানাব।






Dropbox


এর মাধ্যমে আপনি আপনার সিস্টেমের ফাইল,ফোল্ডার গুলোকে আপনার নিজের মত করে সাজিয়ে রাখতে পারেন।এটাকে আপনার স্টার্ট স্ক্রীনেও রেখে দিতে পারেন।

Movieholic

আপনি যদি একজন মুভি এ্যডিক্ট হন তাহলে এই অ্যাপস টা নিয়ে নিতে পারেন।এর মাধ্যমে নতুন নতুন মুভি গুলোর আপডেট নিউজ পেয়ে যাবেন ছবি গুলোর ট্রেইলারের মাধ্যমে।আসলে ট্রেইলার গুলো জনপ্রিয় মুভি ট্রেইলার সাইট Rotten Tomatoes   থেকে দেখানো হয়।

Youtube 8

গুগল ইতিমধ্যেই উইন্ডোজ ৮ জন্য ইউটিউব অ্যাপস বানানোর চিন্তা ভাবনা করছে কিন্তু তার আগেই কিছু ইউটিউব অ্যাপস বের হয়েছে উইন্ডোজ ৮ এর জন্য।যার মধ্যে  You Tube 8   অন্যতম।  এর মাধ্যমে আপনি আপনার ফ্রন্ট পেজ থেকেই ভিডিও সার্চ করা এবং দেখতে পারবেন।


YouVue

যারা গান পছন্দ করেন তারা এই অ্যাপসটি নিয়ে নিতে পারেন ।এখানে নতুন নতুন জনপ্রিয় গান গুলোর চার্ট থাকে যেমন ইউরোপ টপ ১০০,ইউএস টপ ৪০ ইত্যাদি।

 

ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More