১২.৩.১৩

গুগলের অ্যাপস গুলো উইন্ডোজ ৮ এ ইন্টিগ্রেট করবেন কিভাবে

আপনারা হয়ত যেনে থাকবেন যে গুগল এবং মাইক্রসফট বর্তমানে প্রযুক্তি বিশ্বে একে অপরের শত্রু এবং দুজনাই একে অপরকে পেছনে ফেলার জন্য মরিয়া।যে কারনে আপনি দেখবেন গুগল  বর্তমানে আমদের প্রতিদিনের সঙ্গী হবার পর 
উইন্ডোজ ৮ এ গুগলের কোন অ্যাপস ইন্টিগ্রেট অবস্থায় নেই।আপনি একটু চেষ্টা করলেই গুগলের জনপ্রি্য এবং আপনার প্রয়জনীয় অ্যাপস যেমন গুগল সার্চ,গুগল ক্রম,জিমেইল ইত্যাদি উইন্ডোজ ৮ এ ইন্টিগ্রেট করে নিতে পারেন।






Google Search

উইন্ডোজ স্টোরে যান এবং সার্চ দিন “Google Search.” 


 

আসার পরে ইন্সটল করুন এবং অপেন করুন।এখন আপনি গুগলে সার্চ দিতে পারবেন উইন্ডোজ ৮ এর স্টার্ট স্ক্রীন থেকে।

Google Chrome

আপনার গুগল ক্রম ব্রাউজার অপেন করুন এবং সেটিং ট্যাবে ক্লিক করুন।সেখান থেকে ক্লিক করুন “Relaunch Chrome in Windows 8 mode.”

 

ক্রম রিলাঞ্চ করবে এবং আপনি দেখতে পাবেন এটি অ্যাপস আকারে এসেছে।যদিও এটা  উইন্ডোজ ৮ এর জন্য ক্রম এর কোন আলাদা ভার্সন না,তারপরও এটা আপনার অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যতা পাবে।

Gmail

আপনি হয়ত জানেন উইন্ডোজ ৮ এ মেইল প্রি ইন্সটল করা থাকে।আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট এখানে যুক্ত করে দিতে পারেন।

স্টার্ট স্ক্রীন থেকে মেইল অপেন করুন। 

ক্লিক করুন  “Windows Key + I

ক্লিক  “Accounts.”

 

সিলেক্ট গুগল

 

আপনার জিমেইলের তথ্য দিন

এর ফলে জিমেইল আপনার  উইন্ডোজ ৮ এ যুক্ত হবে এবং নতুন কোন মেইল আসলে তার এ্যলার্ট পাবেন।আপনি একের অধিক জিমেইল যুক্ত করতে পারেন।

 

 

 




 


ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More