১৩.৩.১৩

এবার গুগল প্লাস দিয়ে শেয়ার করুন একসাথে অনেক গুলো সোসাল নেটওয়ার্কে

বর্তমানে সামাজিক যোগাযোগের সাইট বা সোসাল মিডিয়া সাইট গুলো বেশ জনপ্রিয় এবং ওয়েবমাস্টারগন এই সোসাল সাইট গুলোকে তাদের সাইটের/ব্লগের ট্রাফিকের অন্যতম উৎস হিসাবে মনে করে।গুগল প্লাস এমনি একটা নেটওয়ার্ক যেখানে প্রতিনিয়ত গ্রাহক বেরে চলেছে।আমাদের সকলেরই হয়ত একের অধিক সোসাল মিডিয়া সাইটে এ্যকাউন্ট আছে।যেমন আমার গুগল,ফেসবুক,স্টাম্বলাপন ইত্যাদি সাইটে এ্যকাউন্ট আছে।যারা ব্লগিং করেন তাদের বিভিন্ন সাইটে কন্টেন্ট শেয়ার করার জন্য বেশ ভাল সময় ব্যায় করতে হয়।কিন্তু আপনি গুগল  প্লাস এবং গুগল ক্রম ব্যাবহার করে ,গুগল প্লাস এর যে কোন স্ট্যাটাস শেয়ার করতে পারেন অনেক গুলো নেটওয়ার্কে।চলুন তাহলে দেখে নেওয়া যাক।






 এজন্য আমরা গুগল ক্রমে একটি নতুন অ্যাড অন যুক্ত করে নিব।এটা হল

Extended Share for Google Plus



১।আপনার গুগল ক্রমের ব্রাউজার অপেন করুন 

২।এই অ্যাড অন টি যুক্ত করে নিন।

৩। ক্লিক করুন “Add to Chrome.”



৪। কনফার্ম করুন ইন্সটল

৫।ইন্সটলের পরে আপনি রিডাইরেক্ট হবেন একটা নতুন পেজে

৬।এখানে আপনি অনেক সোসাল নেটওয়ার্ক আইকন পাবেন ।আপনি যে গুলতে শেয়ার করতে চান সে গুল সিলেক্ট করুন।


৭।কাস্টমাইয করে নিতে পারেন


৮।ক্লিক করুন “Close” 

আপনার কাজ শেষ হয়েছে।এখন গুগল প্লাসে নতুন একটা স্ট্যাটাস দেন।পোস্টের নিচে ড্রপ ডাউনে ক্লিক করলে দেখতে পাবেন আপনি যে সোসাল নেটওইয়ার্ক গুলো যুক্ত করেছিলেন তা দেখাবে।




 যদি ফেসবুকে শেয়ার করতে চান তাহলে ফেসবুক আইকনে ক্লিক করুন এবং তা ফেসবুকে শেয়ার হয়ে যাবে।



এভাবে আপনি আপনার একটা স্ট্যাটাস অনেক গুলো নেটওয়ার্কে শেয়ার করতে পারবেন।



ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

1 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More