ফেসবুকের নতুন নিউজ ফীড নিয়ে আমরা এর আগে আরো দুইটা পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছি।আজকে জানাব কিভাবে এই নতুন নিউজ ফিড আপনার ফেসবুক এ্যকাউন্টে এ্যক্টিভেট করবেন।ফেসবুকের নতুন নিউজ ফিড দেখতে আকর্ষনীয় এবং ব্যাবহার করেও মজা পাবেন।তাছাড়া যুক্ত হয়েছে নতুন নতুন অনেকগুলো ফিচার।
ফেসবুকের নিউজ ফিড অত্যন্ত জনপ্রিয় যেখানে বিভিন্ন বন্ধুদের দেওয়া পোস্ট,ছবি,ভিডিও,লাইক পেজ স্ট্যাটাস আসতে থাকে।কিছুদিন আগে ফেসবুক তাদের এই জনপ্রিয় নিউজ ফিডের পরিবর্তন আনে এবং ফিচার গুলো ইন্টিগ্রেড করে বাম পাশের সাইড বারে রাখা হয়েছে।
নতুন কি আছে এই নিউজ ফিডে?
ফেসবুকের নতুন নিউজ ফিড আগের থেকে অনেক সুন্দর এবং সকল ফিচার গুলোকে সাইডবারে রাখা হয়েছে যা আপনি ছবিতে দেখতে পাচ্ছেন।বিভিন্ন ফিচার গুলীকে ইন্টিগ্রেট করে সাইড বারে রাখা হয়েছে।ছবি এবং ভিডিও গুলো আগের থেকে অনেক বড় করে দেখান হচ্ছে।বিভিন্ন থার্ড পার্টি এ্যপ্লিকেশন যেমন Pinterest, Instagram, Quora ইত্যাদি দেখানো হয়েছে আগের থেকে অনেক সুন্দরভাবে।আর একটা বড় সুবিধা হল এখন আপনি আপনার নিউজ ফিড ফিল্টার করতে পারবেন,যার ফলে আপনার ইচ্ছা অনু্যায়ী আপডেট আসতে থাকবে।
নতুন নিউজ ফিড এ্যক্টিভেট করবেন কিভাবে?
শুধুমাত্র একটা সিঙ্গেল ক্লিক করে ফেসবুকের নতুন নউজ ফিডে কনভার্ট করা যাবে না এবং ফেসবুক এ ধরনের কোন অপশন রাখে নি।আপনি এই নতুন নিউজ ফিড এ্যক্টিভেটকরতে পারেন অপেক্ষমান তালিকায় থেকে।
এই লিঙ্কে প্রবেশ করুন
একদম শেষে নিচের মত একটি ছবি দেখতে পাবেন,ক্লিক করুন "Try the new look"
অপেক্ষআ করুন,খুব শীঘ্রই আপনি একটি নটিফিকেশন পাবেন আপনার নতুন নিউজ ফিড সম্পর্কে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন