কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন।১৮ তম টিউটোরিয়ালে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম কমেন্ট করে কিভাবে ব্যাক লিঙ্ক বানানো যায়।আজ আমরা আপনাদের কিছু ডুফলো কমেন্টলাভ ব্লগের লিস্ট দিব।যার মাধ্যমে আপনি ব্যাক লিঙ্কের সাথে সাথে আপনার সাইটে ভিজিটর পাবেন।
কমেন্টলাভ ব্লগ কি?
যে সকল ওয়ার্ডপ্রেস ব্লগে কমেন্টলাভ প্লাগইন দেওয়া আছে সে সকল সাইটকে কমেন্ট লাভ ব্লগ বলা হয়।এটা আসলে একটি ওয়ার্ড প্রেস প্লাগ ইন।এর মাধ্যমে সাইটের ভিজিটরদের কমেন্ট করার জন্য উৎসাহ দেওয়া হয়।যার ফলে ভিজিটর বেশি পাওয়া যায় এবং খুব সহজেই একটি কমুনিটি তৈ্রি হয়।বিনিময়ে যারা কমেন্ট করেন তারা তাদের সাইটের পোস্টের লিঙ্ক দিতে পারে।আপনার কমেন্ট যদি এ্যপ্রুভ হয় তাহলে আপনার পোস্টটি সেখানে স্থায়ী ভাবে থেকে যায়।যার ফলে আপনার সাইটের ভিজিটর পাওয়ার সম্ভবনা থাকে।আর যদি ডুফলো লিঙ্ক হলে আপনার সাইটের জন্য আরো ভাল।
আপনার উপকার?
১।একটা কমেন্ট করে ২টা করে ব্যাক লিঙ্ক পেতে পারেন।
২।আপনার পোস্ট এর টাইটেল যদি আকর্ষনীয় হয় তাহলে বেশি ভিজিটর পাবেন।
৩। আপনার সাম্প্রতিক পোস্ট গুলোর ব্যাক লিঙ্ক পাবেন
ডুফলো কমেন্ট লাভ ব্লগের লিস্ট?
ইন্টারনেটে সার্চ দিলে আপনি বেশ কিছু কমেন্ট লাভ ব্লগের লিস্ট পাবেন।আমরা আমাদের সংগ্রহ করা কিছু ডুফলো কমেন্ট লাভ ব্লগের লিস্ট দিলাম।
ডুফলো কমেন্ট লাভ ব্লগের লিস্ট
সাইট পেজ র্যাঙ্ক
http://weblogtoolscollection.com/ | 6 |
http://w3blog.dk | 6 |
http://comluv.com/ | 5 |
http://www.searchenginepeople.com/blog/ | 5 |
http://kikolani.com/ | 5 |
http://www.bloggingtips.com/ | 5 |
http://www.thesitsgirls.com/ | 5 |
http://www.intenseblog.com | 5 |
http://www.bloggingbasics101.com/ | 5 |
http://growmap.com/ | 5 |
http://basicblogtips.com/ | 5 |
http://blog.2createawebsite.com/ | 4 |
http://freebloghelp.com/ | 4 |
http://www.thebadblogger.com/ | 4 |
http://blondish.net | 4 |
http://www.trafficgenerationcafe.com/ | 4 |
http://www.blogengage.com/ | 4 |
http://www.famousbloggers.net/ | 4 |
http://www.windowstalk.org/ | 4 |
http://weblogbetter.com/ | 4 |
http://just-ask-kim.com/ | 4 |
http://nickstraffictricks.com/ | 4 |
http://kaiserthesage.com/ | 4 |
http://www.cravingtech.com/ | 4 |
http://www.techlila.com/ | 4 |
http://www.iblogzone.com/ | 4 |
http://freakify.com/ | 4 |
http://www.technshare.com/ | 4 |
http://www.wonderoftech.com/ | 4 |
http://zapworld.in/ | 4 |
http://www.webuildyourblog.com/ | 3 |
http://www.seodiscovery.org/ | 3 |
http://www.quickblogtips.com/ | 3 |
http://smallusbflashdrive.com/ | 3 |
http://www.probloggingsuccess.com/ | 3 |
http://www.itechcode.com/ | 3 |
http://www.trickstrack.com/ | 3 |
http://allbloggingtips.com/ | 3 |
http://www.bloggingjunction.com/ | 3 |
http://www.techblaster.net/ | 3 |
http://www.smartbloggerz.com/ | 3 |
http://bloggingwithoutablog.com/ | 3 |
http://superbloggingtips.com/ | 3 |
http://hotblogtips.com/ | 3 |
http://productivewriters.com/ | 3 |
http://oddblogger.com/ | 3 |
http://www.blogelina.com/ | 3 |
http://moneyearningmethods.net/ | 3 |
http://www.getpaidtowriteonline.com/ | 3 |
http://www.webmaster-success.com/ | 3 |
http://www.technikant.com/ | 3 |
http://techchunks.com/ | 3 |
আজকে এ পর্যন্ত।আগামি পর্বে আমরা দেখব, সার্চ ইঞ্জিন দিয়ে কিভাবে ব্যাক লিঙ্ক খোজা যায়।
3 মন্তব্য(গুলি):
r koi
ভাইয়া বাকি গুলো কবে পাবো ? আপনার লেখাটা দারুন হয়েছে
অনেক ভাল লিখেছেন আমার অনেক উপকারে আসবে।অনেক ধন্যবাদ আপ্নাকে।বাকি পোস্ট গুলো দয়া করে তাড়াতাড়ি দেবেন ।
একটি মন্তব্য পোস্ট করুন